Indian Rescue Mission in Afghanistan: ভারতীয়দের উদ্ধারে আশার আলো, কাবুল থেকে দৈনিক দু'টি বিমান চালানোর অনুমতি পেল ভারত

Last Updated:

এই মুহূর্তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মার্কিন সেনা এবং ন্যাটোর বাহিনী (Indian Rescue Mission in Afghanistan)৷

#দিল্লি: আফগানিস্তানে আটকে থাকা দেশের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য কাবুল থেকে দৈনিক দু'টি বিমান চালানোর অনুমতি পেল ভারত৷ সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই-এর তরফে এমনই দাবি করা হয়েছে৷
এই মুহূর্তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মার্কিন সেনা এবং ন্যাটোর বাহিনী৷ বিমান ওঠানামা পরিচালনা করছে মার্কিন বাহিনী৷ তাদের তরফেই ভারতকে এই অনুমতি দেওয়া হয়েছে৷ এই মুহূর্তে কাবুল থেকে প্রতিদিন মার্কিন বাহিনী নিজেদের ২৫টি বিমান ওঠানামার ব্যবস্থা করেছে৷ মূলত আমেরিকার নাগরিক, অস্ত্রশস্ত্র এবং যন্ত্রাংশ ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজই চালানো হচ্ছে৷
advertisement
তালিবানদের দখলে থাকা কাবুলেই প্রায় ৩০০ ভারতীয় আটকে রয়েছেন৷ তাজিকিস্তানের দুসানবে এবং কাতার হয়ে নিজস্ব নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে৷ শনিবারই  ৯০ জন ভারতীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের দিল্লি এসে পৌঁছনোর কথা৷ কাবুল থেকে সি১৩০জে বিমানে করে তাঁদের প্রথমে বের করে আনা হয়৷ ইতিমধ্যেই কাবুল থেকে ১৮০জন ভারতীয়কে উদ্ধার করে এনেছে বায়ুসেনা৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে কথা বলার পরই ভারতীয় উদ্ধারের অনুমতি মেলে৷
advertisement
advertisement
গত মঙ্গলবার নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই বৈঠকেই আফগানিস্তানে আটক প্রত্যেক ভারতীয়কে নিরাপদে উদ্ধারের বিষয়টি সুনিশ্চিত করার নির্দেশ দেন তিনি৷ বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হচ্ছে, এই মুহূর্তে কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতিই ভারতীয়দের দ্রুক দেশে ফেরানোর ক্ষেত্রে সবথেকে বড় অন্তরায়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Rescue Mission in Afghanistan: ভারতীয়দের উদ্ধারে আশার আলো, কাবুল থেকে দৈনিক দু'টি বিমান চালানোর অনুমতি পেল ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement