Independence day: দেশের ৭২তম স্বাধীনতা দিবসে ‘ইন্ডিয়ান ট্রাক আর্ট’-এ শুভেচ্ছা জানাল গুগল

Last Updated:
#নয়াদিল্লি: দেশের ৭২তম স্বাধীনতা দিবস পালনে মেতে উঠেছে গোটা দেশ ৷ রাজধানীর রাজপথে চলছে কুচকাওয়াজ ৷ আজ সকালে রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ৷ তারপর লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন মোদি ৷ সেই সঙ্গে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানাল গুগলও ৷
জাতীয় পতাকার রঙ ভেসে উঠেছে বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন গুগলে ৷ গুগলের হোমপেজে আঁকা এই ডুডল নজর কেড়েছে সকলের ৷ একইসঙ্গে রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর ও জাতীয় পশু বাঘ এবং হাতির ছবি ৷ প্রকৃতির বৈচিত্রের মাঝেই যেন ঐক্যের সুর ৷
বৈচিত্রের মধ্যে ঐক্য ৷ ভারতী সংস্কৃতির অন্যতম বৈশিষ্ঠ ৷ কাশ্মীর থেকে কন্যাকুমারী ৷ নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশের মধ্যেও রয়েছে ঐতিহ্য ৷ এই সুবিশাল ভারতে হাজারো ভাষা, রীতি, খাদ্যাভ্যাস থাকা স্বত্ত্বেও রয়েছে ঐক্যবোধ ৷ সেই ঐক্যবোধের প্রতিচ্ছবিই উঠে এসেছে গুগল ডুডলে ৷
advertisement
advertisement
google doodle
গুগলের তরফ থেকে জানানো হয়েছে, ‘ইন্ডিয়ান ট্রাক আর্ট’-র উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এই গুগল ডুডলটি ৷ ট্রাক চালকেরা মাঝে মধ্যেই বেশ কয়েকমাসের জন্য বাড়ির বাইরে থাকেন কাজের সূত্রে ৷ সেই সময়ই তারা নিজেরা নিজেদের মধ্যে বিনোদনের জন্য লোক সংস্কৃতির উপর ভিত্তি করে আনন্দে মেতে ওঠেন তারা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Independence day: দেশের ৭২তম স্বাধীনতা দিবসে ‘ইন্ডিয়ান ট্রাক আর্ট’-এ শুভেচ্ছা জানাল গুগল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement