এগিয়ে চলেছে ভারত, ২০১৩-র গতিতে চললে দেশের উন্নতি হতে আরও ১০০ বছর লাগত : প্রধানমন্ত্রী

Last Updated:
#নয়াদিল্লি: দেশের ৭২তম স্বাধীনতা দিবসের ভাষণে এনডিএ সরকারের একাধিক সাফল্যের কথা টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদ্যুৎ থেকে নিকাশি, রান্নার গ্যাসের সং‌যোগ থেকে অপটিক্যাল ফাইবার, ব্যবসা থেকে শিক্ষা, মহাকাশ অভি‌যান সবই উঠে এল তাঁর ভাষণে। গত চার বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরে লালকেল্লার ভাষণে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়লেন না প্রধানমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী বলেন, ‘‘ আগে ভারতকে সবাই ঘুমন্ত হাতি বলত ৷ এখন সেই ঘুমন্ত হাতিই দৌড়চ্ছে ৷ প্রচুর বিনিয়োগ আসছে দেশে ৷ হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে ৷ ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এগোচ্ছি ৷ দেশে অনেক কর্মসংস্থানও বেড়েছে ৷ ব্যবসায়ীদের মধ্যে নতুন বিশ্বাস জেগেছে ৷ নতুন ভারতের জন্য নতুন দিশা ৷ আত্মবিশ্বাসে ভরপুর দেশ ৷ অর্থনীতিতে অনেক এগিয়েছে দেশ ৷ ২০১৩-র গতিতে চললে দেশের উন্নতি হতে আরও ১০০ বছর লাগত ৷  গত চার বছরে অনেক বদলেছে দেশ ৷  দেশে উন্নতির জোয়ার এসেছে ৷ রেকর্ড পরিমাণ ফসল উৎপাদন হয়েছে ৷ প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়েছে দেশ ৷  নতুন গতিতে এগোচ্ছে ভারত ৷’’
advertisement
প্রধানমন্ত্রীর মতে, ‘‘ত্রিপুরা, মেঘালয় এখন হিংসামুক্ত ৷ অটল বিহারী বাজপেয়ীই আমাদের পথপ্রদর্শক ৷ গুলি-গালাজ নয়, আলিঙ্গনে বিশ্বাস করি ৷ বাদল অধিবেশনে তিন তালাক বিল চেয়েছিলাম ৷ এখনও কয়েকজন এই বিলের বিরুদ্ধে রয়েছেন ৷ আমরা এই সমস্যার সমাধান করবই ৷ মুসলিম মহিলাদের পাশে রয়েছি ৷ সেনাবাহিনীতে পুরুষের সমমর্যাদা দেওয়া হচ্ছে মহিলাদের ৷ বর্তমানে সুপ্রিম কোর্টে তিন জন মহিলা বিচারপতি রয়েছে ৷ ৩ টাকা কেজি দরে গম দিচ্ছে কেন্দ্র ৷ ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে কেন্দ্র ৷ কালো টাকার কারবারিদের রেয়াত নয় ৷ ’’
advertisement
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘দেশ এখন সততার পথে চলছে ৷ সৎ ব্যক্তির করের টাকাতেই চালু সরকারি প্রকল্প ৷ প্রত্যক্ষ করদাতা বেড়ে পৌনে ৭ কোটিতে পৌঁছেছে ৷ আগে দেশে করদাতা ছিলেন ৪ কোটি ৷ ৩ লক্ষ ভুয়ো সংস্থা বন্ধ করা হয়েছে ৷ যাঁরা ভুয়ো নামে গ্যাস, রেশন নিতেন ৷ ৬ কোটি ভুয়ো নাম চিহ্নিত হয়েছে ৷ ৫ বছরে ২ কোটি পরিবার দারিদ্রসীমার নীচে রয়েছে ৷ এর ফলে ১০ কোটি পরিবার উপকৃত হবে ৷ প্রত্যেককে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হবে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র রিপোর্টে উল্লেখ রয়েছে ৷ স্বচ্ছ ভারত অভিযানে বেঁচেছে ৩ লক্ষ শিশু ৷ ’’
advertisement
দেশের কৃষিকাজের আধুনিকীকরণ নিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘ ২০২২-এ কৃষকদের আয় দ্বিগুণ হবে ৷ কৃষিতে আধুনিকীকরণ করা হচ্ছে ৷ কৃষকদের উন্নয়নে আমরাই কাজ করেছি ৷ জাতীয় পতাকা হাতে মহাকাশে যাবেন ভারতবাসী ৷ ২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত ৷ সেই দিল্লি উত্তর-পূর্বের দরজায় এসেছে ৷ আগে মনে হত দিল্লি অনেক দূরে ৷ এখন সেই চিন্তাভাবনা বদলেছে ৷ দেশের প্রেরণা উত্তর-পূর্ব ভারত ৷’’
বাংলা খবর/ খবর/দেশ/
এগিয়ে চলেছে ভারত, ২০১৩-র গতিতে চললে দেশের উন্নতি হতে আরও ১০০ বছর লাগত : প্রধানমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement