#ধর্মশালা: আজ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সুযোগ ভারতের সামনে। সেইসঙ্গে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। সব মিলিয়ে আজকের ম্যাচ ভারতীয় দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে টস হারলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে পেয়ে চুনকাম করেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এবার শ্রীলঙ্কাকে একইভাবে হোয়াইটওয়াশ করার সুযোগ ভারতীয় দলের সামনে। একটানা ভাল খেলছে ভারতীয় দল। ঘরের মাঠে একের পর এক সিরিজ জয়।
আরও পড়ুন- ভয় পাওয়ার ছেলে নয় ঈশান, মাথার আঘাত কাটিয়ে দ্রুত ফিরবে! বলছেন উত্তম
ইতিমধ্যে সিরিজ পকেটে পুরে ফেলেছেন রোহিত শর্মা। আজ নিয়মরক্ষার ম্যাচ। তবে হোয়াইটওয়াশ বাকি। ঘরের মাঠে প্রতিপক্ষকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়ার সুযোগ। সেইসঙ্গে আজ জিতলে ভারতীয় দল টানা ১২টি টি-২০ ম্যাচ জিতবে। যা কি না বিশ্বরেকর্ড হবে।
এর আগে আফগানিস্তান ও নামিবিয়া টানা ১২টি টি-২০ ম্যাচ জিতেছে। এবার ভারতীয় দলের সামনে সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ। এমন সুযোগ তো আর বারবার আসে না। এদিকে শ্রীলঙ্কার সামনে আজ সম্মান বাঁচানোর লড়াই। ভারতের মাটিতে এর আগে টানা তিনটি সিরিজ হেরেছে তারা। এবারও টি-২০ সিরিজ হেরেছে। তবে শেষ ম্যাচ জিতে মান বাঁচানোর লড়াই নিশ্চয়ই তারা লড়বে!
আরও পড়ুন- অধিনায়ক রোহিতের ভরসার মর্যাদা রাখতে পেরে দারুণ খুশি সঞ্জু স্যামসন
গত ম্যাচে ইশান কিষাণ মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে তিনি আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন। ফলে তিনি আজ খেলছেন না। শ্রীলঙ্কার দীনেশ চাণ্ডিমালও আঙুলে চোট পেয়েছেন। তিনিও হাসপাতালে গিয়েছিলেন। ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা (ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, হর্ষল প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আবেশ খান। শ্রীলঙ্কার প্রথম একাদশ- পাথুম নিশাঙ্কা, ধানুষ্কা গুণাতিলকা, চরিত আশালঙ্কা, দীনেশ চাণ্ডিমাল (উইকেটকিপার), জনিথ লিয়ানাজে, দাশুন শনকা (ক্যাপ্টেন), চামিকা করুণারত্নে, দুশ্যন্ত চামিরা, জেফরে ভান্দারসে, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs SL, India vs Sri Lanka, T-20, Toss