IND vs SL 3rd T-20: ভারতের আজ বিশ্বরেকর্ড করার সুযোগ, এমন ম্যাচে টস হারলেন ক্যাপ্টেন রোহিত শর্মা

Last Updated:

IND vs SL 3rd T-20: সিরিজ জিতে ফেলেছে টিম ইন্ডিয়া। তবে আজ বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রোহিত শর্মাদের সামনে।

#ধর্মশালা: আজ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সুযোগ ভারতের সামনে। সেইসঙ্গে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। সব মিলিয়ে আজকের ম্যাচ ভারতীয় দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে টস হারলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে পেয়ে চুনকাম করেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এবার শ্রীলঙ্কাকে একইভাবে হোয়াইটওয়াশ করার সুযোগ ভারতীয় দলের সামনে। একটানা ভাল খেলছে ভারতীয় দল। ঘরের মাঠে একের পর এক সিরিজ জয়।
আরও পড়ুন- ভয় পাওয়ার ছেলে নয় ঈশান, মাথার আঘাত কাটিয়ে দ্রুত ফিরবে! বলছেন উত্তম
ইতিমধ্যে সিরিজ পকেটে পুরে ফেলেছেন রোহিত শর্মা। আজ নিয়মরক্ষার ম্যাচ। তবে হোয়াইটওয়াশ বাকি। ঘরের মাঠে প্রতিপক্ষকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়ার সুযোগ। সেইসঙ্গে আজ জিতলে ভারতীয় দল টানা ১২টি টি-২০ ম্যাচ জিতবে। যা কি না বিশ্বরেকর্ড হবে।
advertisement
advertisement
এর আগে আফগানিস্তান ও নামিবিয়া টানা ১২টি টি-২০ ম্যাচ জিতেছে। এবার ভারতীয় দলের সামনে সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ।  এমন সুযোগ তো আর বারবার আসে না। এদিকে শ্রীলঙ্কার সামনে আজ সম্মান বাঁচানোর লড়াই। ভারতের মাটিতে এর আগে টানা তিনটি সিরিজ হেরেছে তারা। এবারও টি-২০ সিরিজ হেরেছে। তবে শেষ ম্যাচ জিতে মান বাঁচানোর লড়াই নিশ্চয়ই তারা লড়বে!
advertisement
গত ম্যাচে ইশান কিষাণ মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে তিনি আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন। ফলে তিনি আজ খেলছেন না। শ্রীলঙ্কার দীনেশ চাণ্ডিমালও আঙুলে চোট পেয়েছেন। তিনিও হাসপাতালে গিয়েছিলেন।
ভারতের প্রথম একাদশ-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, হর্ষল প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আবেশ খান।
advertisement
শ্রীলঙ্কার প্রথম একাদশ-
পাথুম নিশাঙ্কা, ধানুষ্কা গুণাতিলকা, চরিত আশালঙ্কা, দীনেশ চাণ্ডিমাল (উইকেটকিপার), জনিথ লিয়ানাজে, দাশুন শনকা (ক্যাপ্টেন), চামিকা করুণারত্নে, দুশ্যন্ত চামিরা, জেফরে ভান্দারসে, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IND vs SL 3rd T-20: ভারতের আজ বিশ্বরেকর্ড করার সুযোগ, এমন ম্যাচে টস হারলেন ক্যাপ্টেন রোহিত শর্মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement