ভিডিওকন মামলা: ছন্দা কোছারের স্বামী দীপক কোছারকে নোটিশ ধরাল আয়কর দফতর

Last Updated:

আইসিআইসিআই-ভিডিওকন ঋণ খেলাপি মামলায় আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ছন্দা কোছারের স্বামী দীপক কোছারকে নোটিশ ধরাল আয়কর দফতর ৷

#নয়াদিল্লি: আইসিআইসিআই-ভিডিওকন ঋণ খেলাপি মামলায় আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ছন্দা কোছারের স্বামী দীপক কোছারকে নোটিশ ধরাল আয়কর দফতর ৷ একই সঙ্গে দীপকের সংস্থা নিউ পাওয়ার রিনিউএবলের যাবতীয় ব্যবসায়িক লেনদেনের হিসাবও চেয়ে পাঠাল আয়কর দফতর ৷ আয়কর আইনের ১৩১ ধারায় দীপককে নোটিশ পাঠানো হয়েছে ৷ তবে শুধুমাত্রী দীপক নয়, ওই সংস্থার সঙ্গে জড়িযত একাধিক ব্যক্তির লেনদেনের হিসাব চেয়ে পাঠানো হয়েছে ৷ তদন্তের স্বার্থে এদের শীঘ্রই জেরা করা হতে পারে বলে খবর ৷
২০১২ সালে ভিডিওকন গ্রুপের নেওয়া ৩২৫০ কোটি টাকা ঋণের ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে এসেছে আইসিআইসিআই ব্যাঙ্কের বেশ কয়েকজন উচ্চপদস্থের নাম ৷ অন্যদিকে, দীপকের সংস্থার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ভিডিওকন কর্ণধার বেণুগোপাল ধুতের। এর প্রেক্ষিতেই ধুত, দীপক সহ বেশ কয়েকজনের নামে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ভিডিওকন মামলা: ছন্দা কোছারের স্বামী দীপক কোছারকে নোটিশ ধরাল আয়কর দফতর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement