ভিডিওকন মামলা: ছন্দা কোছারের স্বামী দীপক কোছারকে নোটিশ ধরাল আয়কর দফতর
Last Updated:
আইসিআইসিআই-ভিডিওকন ঋণ খেলাপি মামলায় আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ছন্দা কোছারের স্বামী দীপক কোছারকে নোটিশ ধরাল আয়কর দফতর ৷
#নয়াদিল্লি: আইসিআইসিআই-ভিডিওকন ঋণ খেলাপি মামলায় আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ছন্দা কোছারের স্বামী দীপক কোছারকে নোটিশ ধরাল আয়কর দফতর ৷ একই সঙ্গে দীপকের সংস্থা নিউ পাওয়ার রিনিউএবলের যাবতীয় ব্যবসায়িক লেনদেনের হিসাবও চেয়ে পাঠাল আয়কর দফতর ৷ আয়কর আইনের ১৩১ ধারায় দীপককে নোটিশ পাঠানো হয়েছে ৷ তবে শুধুমাত্রী দীপক নয়, ওই সংস্থার সঙ্গে জড়িযত একাধিক ব্যক্তির লেনদেনের হিসাব চেয়ে পাঠানো হয়েছে ৷ তদন্তের স্বার্থে এদের শীঘ্রই জেরা করা হতে পারে বলে খবর ৷
২০১২ সালে ভিডিওকন গ্রুপের নেওয়া ৩২৫০ কোটি টাকা ঋণের ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে এসেছে আইসিআইসিআই ব্যাঙ্কের বেশ কয়েকজন উচ্চপদস্থের নাম ৷ অন্যদিকে, দীপকের সংস্থার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ভিডিওকন কর্ণধার বেণুগোপাল ধুতের। এর প্রেক্ষিতেই ধুত, দীপক সহ বেশ কয়েকজনের নামে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2018 6:11 PM IST