৮ মাস আগেই আয়কর বিভাগের হাতে নীরব মোদির জালিয়াতির তথ্য ছিল : রিপোর্ট

Last Updated:
#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রায় ১১,৩০০ কোটি টাকার প্রতারণা। অভিযুক্ত ধনকুবের হিরে ব্যবসায়ী নীরব মোদি, তাঁর স্ত্রী অমি, ভাই নীশল ও আত্মীয় মেহুল চকসি । প্রতারণার অঙ্ক ব্যাঙ্কের মোট পুঁজির এক তৃতীয়াংশ ৷ কিন্তু কীভাবে ঘটল ভারতীয় ব্যাঙ্কিং পরিষেবায় সবচেয়ে বড় কেলেঙ্কারি ? সেই ঘটনার তদন্তে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য ৷
আর্থিক কেলেঙ্কারির লাগাম হয়তো টানা যেত আগে ! কারণ গোটা ঘটনাটি প্রকাশ্যে আসার ৮ মাস আগেই আয়কর বিভাগের কাছে জালিয়াতির সমস্ত তথ্য ছিল ৷ কিন্তু তা স্বত্ত্বেও গোটা ঘটনাটি চেপে যায় ইনকাম ট্যাক্স বিভাগ ৷ এমনকী, সেসমস্ত তথ্য সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস(এসএফআইও), সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন(সিবিআই), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স(ডিআইআই)-র সঙ্গেও শেয়ার করেনি ইনকাম ট্যাক্স বিভাগ ৷
advertisement
advertisement
সম্প্রতি আয়কর বিভাগ নীরব মোদি এবং মেহুল চোকসি-কে নিয়ে একটি ১০হাজার পাতার রিপোর্ট পেশ করে ৷ সেই রিপোর্ট থেকেই উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য ৷ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পিএনবি-তে যে আর্থিক নয়ছয় চলছে সেই বিষয়টি ২০১৭ সালের ৮ জুন প্রকাশ্যে এসেছিল ৷ কিন্তু ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গোটা বিষয়টি চেপে রেখেছিল আয়কর বিভাগ ৷
advertisement
তবে, কেন চেপে রাখা হয়েছিল গোটা বিষয়টি ? সেই প্রসঙ্গে তেমন যুতসই কোনও উত্তর মিলল না আয়কর বিভাগের তরফে ৷ আয়কর বিভাগের এক প্রবীণ আধিকারিক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, ‘নীরব মোদি দেশ ছাড়ার পরই অর্থাৎ চলতি বছরের জুলাই-অগাস্টে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করা হয়েছে ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৮ মাস আগেই আয়কর বিভাগের হাতে নীরব মোদির জালিয়াতির তথ্য ছিল : রিপোর্ট
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement