তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলেই ভাগ্যনগর হবে হায়দরাবাদ: যোগী আদিত্যনাথ

Last Updated:
#হায়দরাবাদ: দেশজুড়ে নাম পরিবর্তনের পালা চলছে ! কখনও স্টেশন, রাস্তা ৷ আবার কখনও গোটা শহরের নাম পরিবর্তন ৷
হায়দরাবাদের নাম পরিবর্তন নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ এবার সেই পরিবর্তন নিয়েই মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ হায়দরাবাদের গোসামহল বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভায় তিনি বলেন, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনী বিজেপি ক্ষমতায় এলেই হায়দরাবাদের নাম হবে ভাগ্যনগর ৷
গত মাসেই গোসামহল বিধানসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজা সিং বলেছিলেন, তেলেঙ্গানায় ক্ষমতায় এলে প্রথম কাজ হবে সার্বিক উন্নয়ন । তার সঙ্গে শহরের নামের পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি । দেশ ও রাজ্যের জন্য যাঁরা কাজ করেছেন সেই সমস্ত মহৎ ব্যক্তিদের নামানুযায়ী এই শহরগুলির পুনরায় নামকরণ করা উচিৎ ৷
advertisement
advertisement
একইসঙ্গে রাজা আরও বলেছিলেন, কুতুব শাহি ১৬শ শতকে এই অঞ্চলের শাসক ছিলেন যিনি ভাগ্যনগর নাম পরিবর্তন করে হায়দরাবাদ করেন । সেকেন্দ্ররাবাদ ও করিমনগর সহ অন্যান্য জায়গার নামও তিনিই পরিবর্তন করেন । তেলেঙ্গানা ও ভারতের জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের নামেই নামাঙ্কিত হওয়া উচিৎ এই সমস্ত জায়গার, দাবি করেছেন রাজা ।
advertisement
হায়দরাবাদের পাশাপাশি ফৈজাবাদের নাম পরিবর্তনের বিষয়টি নিয়েও আলোকপাত করেছিলেন যোগী আদিত্যনাথ ৷ ফৈজাবাদের নাম বদলে হতে পারে অযোধ্যা ৷ এছাড়াও আহমেদাবাদের নাম পরিবর্তনেরও প্রবল সম্ভাবনা ছিল বলে জানিয়েছিলেন যোগী আদিত্যনাথ ৷
প্রসঙ্গত, আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন এবং ভোটগণনা হতে চলেছে ১১ ডিসেম্বর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলেই ভাগ্যনগর হবে হায়দরাবাদ: যোগী আদিত্যনাথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement