Income Of Ragpicker: হাতে দামি ই-সিগারেট! নয়ডার কাগজ কুরানির দৈনিক আয় জানলে লজ্জা পাবেন আপনিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Income Of Ragpicker: হাতে দামি ই-সিগারেট! নয়ডার কাগজ কুরানির দৈনিক আয় জানলে লজ্জা পাবেন আপনিও।
নয়ডা: এই বিশ্বে কোনও কাজই ছোট নয়। একথার প্রমাণ দিলেন এক নয়ডার এক কাগজ কুড়ানি। তাঁর আয় শুনলে মাথা ঘুড়ে যেতে পারে আপনার।
আগে মানুষ উপার্জনের জন্য শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভালো কাজ বেছে নিত। কিন্তু এখন সময় বদলেছে। লাখ লাখ টাকা খরচের পরও অনেকে সামান্য বেতনে কাজ রাজি হয়ে যান। চাকরির বাজার খারাপ থাকায় অনেকেই ব্যবসা নামেন। সেটাও সহজ নয়।
advertisement
advertisement
ভারতের একটা ব্যাপার মোটামুটি সবাই মানে৷ মনে করা হয়, শুধুমাত্র বড় কোম্পানিতে কাজ করলেই ভালো উপার্জন সম্ভব। বাস্তব কিন্তু সেটা বলে না৷ সবজির দোকানের কর্মচারী থেকে ভিক্ষুকের আয়ের কথা এখন ভিড়মি খাইয়ে দেয় লোকজনকে৷ চাকরি নিয়ে যারা অহংকার করে, তারাও লজ্জায় মুখ ঢাকে৷ এমনই এক ঘটনা এবার প্রকাশ্যে৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে, নয়ডায় এক কাগজ কুরানি পিঠে একটি বস্তা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন৷ তাঁর হাতে ই-সিগারেট! এক ব্যক্তি সেটা ভিডিয়ো করেন৷ এরপর ওই কাগজ কুড়ানির আয়ের কথা জিজ্ঞেস করতেই তাজ্জব সবাই৷
এক কাগজ কুড়ানির কাছে এত দামি ই-সিগারেট কোথা থেকে আসল? পরে জানা যায় সে নাকি সেটি কিনেছে৷ তাঁর দৈনিক আয়ের প্রসঙ্গ উঠলে কাগজ কুড়ানি বলেন পাঁচ হাজার টাকা৷ গোটা ঘটনা যিনি ভিডিয়ো করছিলেন, তিনি ভেবেছিলেন হয়তো মাসে পাঁচ হাজার টাকার কথা বলছে সে৷ ফের একই প্রশ্ন করা হলে জবাব আসে, প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকা আয় রয়েছে তার৷
advertisement
প্রতিদিন পাঁচ হাজার টাকা মানে ভাবতে পারছেন? মাসে প্রায় দেড় লাখ টাকা আয় করে ওই কাগজ কুড়ানি৷ ভিডিয়োটি ভাইরাল হতেই তার কমেন্ট সেকশনে মজার মজার কমেন্ট আসতে শুরু করে৷ অনেকে নিজেদের বেতন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন৷ অনেকে আবার ওই কাগজ কুড়ানির কাছে চাকরিও চেয়ে বসেছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 5:18 PM IST