Uttarpradesh: জামিনের বিরোধিতা, উত্তরপ্রদেশে আইনজীবীকে অপহরণ করে খুন করলেন অন্য আইনজীবী! ঘটনায় গ্রেফতার ৬

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মুস্তাফা-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে পুলিশ সুপারিন্টেডেন্ট অপর্ণা রজত কৌশিক জানান, মুস্তাফা কামিলের তিন ছেলে, হায়দার মুস্তাফা, সলমন মুস্তাফা, এবং আসাদ মুস্তাফা এবং আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
লখনউ: এক মহিলা আইনজীবীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল অপর এক আইনজীবীর বিরুদ্ধে। মঙ্গলবার উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ, বছর ৪০-এর মহিলার নাম মোহিনী তোমার। ওই আইনজীবীকে জেলা আদালত থেকেই অপহরণ করা হয়, এবং এরপরেই তাঁকে হত্যা করা হয়।
মুস্তাফা কামিলের নামে এক আইনজীবীর ছেলের জামিনের আবেদনের বিরুদ্ধে আবেদন করেছিলেন ওই মহিলা আইনজীবী। সেই জন্যই এই হত্যা বলে মনে করছে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মুস্তাফা-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে পুলিশ সুপারিন্টেডেন্ট অপর্ণা রজত কৌশিক জানান, মুস্তাফা কামিলের তিন ছেলে, হায়দার মুস্তাফা, সলমন মুস্তাফা, এবং আসাদ মুস্তাফা এবং আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
পুলিশ জানিয়েছে, মোহিনী গত ৩রা সেপ্টেম্বর থেকেই জেলা আদালত থেকেই নিখোঁজ হয়ে যান, একদিন বাদে রেখাপুর খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
এই ঘটনার পরেই তাঁর স্বামী বিজেন্দ্র তোমার মুস্তাফা-সহ মোট ছয় জনের নামে এফআইআর দায়ের করা হয়। এরপরেই তদন্তে নামে পুলিশ। একে একে গ্রেফতার করা মোট ছয় ব্যক্তিকে।
কাশগঞ্জ থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(খুন), ১৪০(১) (অপহরণ কিংবা খুনের উদ্দেশে অপহরণ) এবং ৬২(১) (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু হয়েছে।
advertisement
গত সপ্তাহেই মুস্তাফা এবং তাঁর তিন ছেলেকে গ্রেফতার করা হয়। বাকি দুই জনকে সোমবার গ্রেফতার করা হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কাশগঞ্জ-বরেলি জাতীয় সড়কও অবরোধ করা হয়। মৃতার পরিবারকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarpradesh: জামিনের বিরোধিতা, উত্তরপ্রদেশে আইনজীবীকে অপহরণ করে খুন করলেন অন্য আইনজীবী! ঘটনায় গ্রেফতার ৬
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement