Surat Water Tank Collapse: জলেই গেল ২১ কোটি টাকা! সুরাতে ভেঙে পড়ল বিশাল জলের ট্যাঙ্ক, ৭জন গ্রেফতার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তিন শ্রমিক আহত হওয়ার ঘটনার পর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঠিকাদার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সুরাত: পরীক্ষামূলক ভাবে চালানোর সময় গুজরাতে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক৷ প্রায় ২১ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এই ট্যাঙ্ক৷ গয়পাগলা গ্রুপের ওয়াটার রিজার্ভ প্রোজেক্টে পরীক্ষা-নিরিক্ষা করার সময় তা ভেঙে পড়ে৷ ২১ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল ১৫ মিটার উঁচু এই জলাধার৷ প্রথমবার তাতে ৯০০০০০ লিটার জল ভর্তি করে পরীক্ষা করে দেখতে চেয়েছিল কর্তৃপক্ষ৷ কিন্তু সেটা করা সম্ভব হয়নি৷ এই ঘটনায় ৭জনকে গ্রেফতার করা হয়েছে৷
সুরাতের ৩৩টি গ্রামে পানীয় জল সরবরাহের জন্য একটি ফ্ল্যাগশিপ প্রকল্পের গড়ে তোলা হয়েছিল৷ তাড়কেশ্বর গ্রামের জলাধারটি এই প্রকল্পের আওতায় ছিল৷ ১১ লক্ষ লিটার জল ধারণের ক্ষমতার জন্য নির্মিত হয়েছিল এই ওয়াটার প্ল্যান্ট। তবে শুক্রবার পরীক্ষার করার সময় এটি ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা রকম প্রতিক্রিয়া৷ তিন শ্রমিক আহত হওয়ার ঘটনার পর, ঠিকাদার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
advertisement
advertisement
পিটিআই সূত্রের খবর, গুজরাত ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ড মান্ডভি থানায় একটি অভিযোগ দায়ের করেছে এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩১৬ (বিশ্বাসের ফৌজদারি লঙ্ঘন), ৩১৮ (প্রতারণা) এবং ১২৫ (অন্যদের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার আইন) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সুরাট গ্রামীণ পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।
advertisement
একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মেহসানার জয়ন্তী সুপার কনস্ট্রাকশনের ঠিকাদার, জেভি ঠিকাদার এবং আহমেদাবাদের পিএমসি এজেন্সি মার্স প্ল্যানিং প্রাইভেট লিমিটেড, জল সরবরাহ বিভাগের সাইট ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়েছে৷
আরও পড়ুন: সিমরন বালা, নামটা শুনেছেন? এবারের প্রজাতন্ত্র দিবসে গোটা বিশ্ব দেখবে তাঁকে, কে এই সুন্দরী অফিসার জানেন?
এতে আরও বলা হয়েছে যে ডেপুটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয় চৌধুরী পলাতাক, তাঁর তল্লাশি শুরু করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের মুখপাত্র এবং মন্ত্রী জিতু ভাগানি জানিয়েছেন যে, “মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সমস্ত কর্মকর্তা এবং ঠিকাদারদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন৷ নির্মাণ প্রকল্পে গুণগত মানের সঙ্গে যেন কোনও আপস না করা হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি৷”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 4:23 PM IST









