গুজরাট থেকে সীমান্তে কী কেউ শহিদ হয়েছে ? বিতর্কিত মন্তব্য অখিলেশের
Last Updated:
সীমান্তে শহিদ হওয়া জওয়ানদের নিয়ে মন্তব্য করায় বিতর্কের মুখে অখিলেশ যাদব ৷
#লখনউ: সীমান্তে শহিদ হওয়া জওয়ানদের নিয়ে মন্তব্য করায় বিতর্কের মুখে অখিলেশ যাদব ৷ সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি প্রশ্ন করেন যে সীমান্তে সব রাজ্যের জওয়ানরা শহিদ হয়েছেন ৷ কিন্তু গুজরাট থেকে কোনও জওয়ান শহিদ হয়নি ৷ দেশের জন্য শহিদ হওয়া জওয়ানদের রাজ্যের আধারে ভাগ করার চেষ্টায় বিপাকে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। মোদিকে প্রশ্ন করে তিনি প্রশ্ন তুলেছেন কেন কখনও গুজরাট থেকে কেউ শহিদ হননা কেন?
তার এই মন্তব্যের পর থেকেই দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ৷ সম্প্রতি জম্মু কাশ্মীরের জঙ্গি হামলায় বেশ কয়েকজন জওয়ানরা শহিদ হয়েছেন ৷ এরকম একটা সময় এই মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে ৷
এরকম একটি ইস্যুতে অখিলেশের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন অনেকেই ৷ এরকম কুরুচিকর মন্তব্য করার জন্য অখিলেশের ক্ষমা চাওয়া উচিৎ বলে দাবি করা হয়েছে ৷
advertisement
advertisement
বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির জন্য বাবা মুলায়ম সিং যাদব জানিয়েছিলেন অখিলেশকে মুখ্যমন্ত্রী করায় তার ভুল হয়েছিল ৷ তার জন্যেই দলের আজ এই পরিস্থিতি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2017 5:02 PM IST