Mumbai: মুম্বইয়ের এই দোকানে পানের দাম শুনলে ভিরমি খাবেন, খাবেন নাকি এই পান?
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
ঠিকই শুনেছেন, মুম্বইয়ের এমনই একটি পানের দোকানে পাওয়া যায় এই মহার্ঘ পান। এই মহা মুল্যবান দামের পিছনে লুকিয়ে রয়েছে পানের মধ্যে ব্যবহৃত বিভিন্ন মশালার ব্যবহার এবং তার উপস্থাপনা।
মুম্বই: বিয়েবাড়ির শেষ পাতে ‘পান’ ছাড়া অনেকেরই চলে না। কিন্তু সেই পানের দাম যদি হয় এক লক্ষ টাকা তবে চোখ কপালে ওঠা স্বাভাবিক। ঠিকই শুনেছেন, মুম্বইয়ের এমনই একটি পানের দোকানে পাওয়া যায় এই মহার্ঘ পান। এই মহা মুল্যবান দামের পিছনে লুকিয়ে রয়েছে পানের মধ্যে ব্যবহৃত বিভিন্ন মশালার ব্যবহার এবং তার উপস্থাপনা।
মুম্বইয়ের মাহিমে অবস্থিত এই দোকানটি নৌশাদ শেখের। এমবিএ গ্রাজুয়েট এই ব্যক্তি লোভনীয় চাকরি ছেড়ে হাল ধরেন তাঁদের এই পারিবারিক ব্যবসায়। এই দোকানের বিভিন্ন পানের মধ্যে ‘গাড্ডি কা পান’ বিখ্যাত। সাধারণ পান থেকে কিভাবে রাজকীয় পান বানানো যায় তা এই দোকানে আসলেই টের পাওয়া যায়।
advertisement
advertisement
এই পান সম্ভারেই রয়েছে এক লাখি পান। সব থেকে দামি অর্থাৎ প্রিমিয়াম পান- এর নাম ‘ফ্রেগরেন্স অফ লাভ’, সোনার তবকে মোড়া এই পানের দাম তাই আকাশছোঁওয়া। এই পানের চাহিদা সাধারণত সদ্য বিবাহিতদের মধ্যেই বেশি থাকে। বিয়ের রাতের আমেজ ভরিয়ে দিতেই এই পানের চাহিদা বেড়ে চলেছে।
এক লাখি এই পান ‘ফ্রেগর্যান্স অফ লাভ’ মূলত দুটি বাক্সে আসে। একটি রাজকুমার এবং একটি রাজকুমারী নামে। দুটি বাক্সেই থাকে সুগন্ধি এবং কেশর। এরসঙ্গেই প্রেমের স্মারক হিসাবে দেওয়া হয় একটি তাজমহলের প্রতিকৃতি। মুম্বইয়ের মাহিমের ‘দ্য পান স্টোরি’ তাই স্বাদের সঙ্গে সঙ্গে বিলাসবহুল এক অভিজ্ঞতার সাক্ষীও রাখতে চায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 14, 2024 4:27 PM IST