বিমান দুর্ভোগে আটকে থাকা যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের! কোন সময়ে কোথা থেকে ছুটবে ট্রেন? দেখে নিন
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Tias Banerjee
Last Updated:
দিল্লি ও মুম্বাই থেকে হাওড়া, শিয়ালদহের জন্য বিশেষ ট্রেন পরিষেবা।
যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে, রেলওয়ে হাওড়া ও নয়াদিল্লি এবং শিয়ালদহ ও লোকমান্যতিলকের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৩০০৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ৬.১২.২০২৫ তারিখে রাত ৯:০০ টায় হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিনে ভোর ৪:৩০ টায় নয়াদিল্লি পৌঁছাবে এবং ০৩০১০ নতুন দিল্লি-হাওড়া স্পেশাল ৮.১২.২০১৫ তারিখে সকাল ৭:৩০ টায় নয়াদিল্লি ছেড়ে পরের দিন দুপুর ১:৩০ টায় হাওড়া পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ে অধিক্ষেত্রের উপর দিয়ে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড থাকার ব্যবস্থা থাকবে।
advertisement
০৩১২৭ শিয়ালদহ-লোকমান্যতিলক স্পেশাল ট্রেনটি ০৬.১২.২০২৫ তারিখে রাত ৯:১০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে তৃতীয় দিনে দুপুর ৩:৩০ মিনিটে লোকমান্যতিলক পৌঁছাবে এবং ০৩১২৮ লোকমান্যতিলক-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি ০৯.১২.২০২৫ তারিখে সকাল ৬:৩০ মিনিটে লোকমান্যতিলক থেকে ছেড়ে পরের দিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ে এখতিয়ারের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড থাকার ব্যবস্থা থাকবে।
advertisement
০৪৪৬০ নতুন দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ০৬.১২.২০২৫ তারিখে ১৮:১৫ টায় নয়াদিল্লি থেকে ছেড়ে পরের দিন ২৩:৩০ টায় হাওড়া পৌঁছাবে এবং ০৪৪৫৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ০৮.১২.২০২৫ তারিখে ০১:৩০ টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন ০৮:২০ টায় নয়াদিল্লি পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। দেশ জুড়ে ভোগান্তিতে ইন্ডিগো-র যাত্রীরা। গত কয়েকদিনে বাতিল প্রায় হাজারের উপর ইন্ডিগো ফ্লাইট। যাত্রীপরিষেবার ক্ষেত্রে দেশের বৃহত্তম ডোমেস্টিক এয়ারলাইন্সের পরিষেবা ব্যাহত হতেই চরম দুর্ভোগে যাত্রীরা। এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে একাধিক বিমান সংস্থাগুলি। ফলে যাত্রীদের নাভিশ্বাস। আকাশছোঁয়া উড়ানের ভাড়ার সঙ্কটের মাঝেই গন্তব্যে পৌঁছতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। বিভিন্ন জ়োনে ৩৭টি ট্রেনে ১১৬টি অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 06, 2025 10:20 AM IST









