Bengaluru Man Gives Threats: ধর্ষণ করে খুনের হুমকি! বেঙ্গালুরুতে রাস্তার উপরেই মহিলার উপরে চড়াও অটোযাত্রী
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
সিগন্যাল লাল হয়ে গেলে অটো থেকে নেমে সেই যাত্রী অত্যন্ত কুশ্রীভাষায় কথা বলতে থাকেন৷ মহিলা অভিযোগ জানান, তাঁর মাকেও খারাপ কথা বলা হয়৷
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে এক মহিলাকে ধর্ষণ করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ এক অটো যাত্রীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করেন এক মহিলা৷ পুরো ঘটনাটি তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন৷
মহিলার অভিযোগ তিনি গাড়িতে ছিলেন৷ তখন এক অটো চালক বিপদজ্জনক ভাবে তাঁর গাড়িকে ওভারটেক করেন৷ এই ঘটনায় আরও দুটো গাড়ির সঙ্গে অটোটির ধাক্কা লাগে৷ সিগন্যাল লাল হয়ে গেলে অটো থেকে নেমে সেই যাত্রী অত্যন্ত কুশ্রীভাষায় কথা বলতে থাকেন৷ মহিলা অভিযোগ জানান, তাঁর মাকেও খারাপ কথা বলা হয়৷
advertisement
advertisement
এখানেই শেষ নয়৷ যুবকটি মহিলাকে নানারমের অশ্লীল অঙ্গভঙ্গী করছিলেন৷ গাড়ির কাঁচ পর্যন্ত ভাঙার চেষ্টা হয়৷ এমনকি তাঁকে ধর্ষণ ও খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়৷
ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন বেঙ্গালুরুর সেই মহিলা৷ সোশ্যাল মিডিয়ায় তিনি এই আতঙ্কের মুহূর্তের ছবি শেয়ার করেন৷ মহিলা আরও জানিয়েছেন তাঁকে ও তাঁর পরিবারের উপর অ্যাসিড হামলারও হুমকি দেওয়া হয়৷
advertisement
মূলত গাড়িতে থাকা অবস্থায় মহিলাটি হর্ন বাজানোর ফলে যুবকটি রেগে যায়৷ মহিলার আরও দাবি যতক্ষণ না সিগন্যাল সবুজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁকে ও তাঁর মাকে এই অত্যাচার সহ্য করতে হয়৷
আরজি করের প্রেক্ষিতে নারী নিরাপত্তা নিয়ে উত্তাল সমগ্র দেশ৷ তাঁরই মধ্যে বার-বার এই ধরনের ছবি দেশে নারী নিরাপত্তা প্রকৃত ছবিকে একেবারে সামনে নিয়ে চলে আসছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 4:37 PM IST