Igloo Restaurant: বরফঢাকা পাহাড়ের মাঝে স্বচ্ছ ইগলু রেস্তরাঁয় স্বর্গীয় অনুভূতি! জানুন এ দেশের কোথায় পাবেন এই অভিজ্ঞতা

Last Updated:

Igloo Restaurant: বরফে ঢাকা পাহাড়ের মাঝে কাচের ইগলু রেস্তরাঁয় কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।

গুলমার্গ : ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করুন ইগলু রেস্তরাঁয় বসে। দেশের মধ্যে প্রথম বার জম্মু কাশ্মীরের গুলমার্গে এই সুযোগ আনল এক নামী হোটেল। তাদের দাবি, কাচের তৈরি ইগলু রেস্তরাঁ তাঁরাই প্রথম শুরু করেছেন উপত্যকায়।
এর আগে উপত্যকায় প্রথম বরফঢাকা রেস্তরাঁও শুরু করেছিলেন তাঁরাই। বরফে ঢাকা পাহাড়ের মাঝে কাচের ইগলু রেস্তরাঁয় কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। হোটেলের ম্যানেজার জানিয়েছেন পর্যটকদের গুলমার্গের দিকে আকৃষ্ট করার অনেক উপায় আগে গ্রহণ করা হয়েছে। এই ইগলু রেস্তরাঁও সেই তালিকায় নতুন সংযোজন।
advertisement
advertisement
ইগলু রেস্তরাঁর ধারণা নেওয়া হয়েছে ফিনল্যান্ড থেকে। গুলমার্গে হোটেলের উঠোনে তৈরি করা হয়েছে তিনটি ইগলু। পর্যটকদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয় ইগলু হোটেল। বিদেশ থেকে নির্মাণ সামগ্রী আমদানি করে তৈরি করা হয়েছে এই বরফের বাড়ি। ইগলুর অভ্যন্তরে তাপমাত্রা বাড়িয়ে রাখার বন্দোবস্ত করা হয়েছে।
advertisement
ইগলু রেস্তরাঁ নিয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এর ফলে নতুন মাত্রা পাবে পর্যটন। এই রেস্তরাঁয় সময় কাটানোর অভিজ্ঞতা কেমন? এক পর্যটক জানিয়েছেন এখানে বসে কফিপানের অভিজ্ঞতা অনন্য এবং স্বর্গীয়।
বাংলা খবর/ খবর/দেশ/
Igloo Restaurant: বরফঢাকা পাহাড়ের মাঝে স্বচ্ছ ইগলু রেস্তরাঁয় স্বর্গীয় অনুভূতি! জানুন এ দেশের কোথায় পাবেন এই অভিজ্ঞতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement