Igloo Restaurant: বরফঢাকা পাহাড়ের মাঝে স্বচ্ছ ইগলু রেস্তরাঁয় স্বর্গীয় অনুভূতি! জানুন এ দেশের কোথায় পাবেন এই অভিজ্ঞতা
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Igloo Restaurant: বরফে ঢাকা পাহাড়ের মাঝে কাচের ইগলু রেস্তরাঁয় কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।
গুলমার্গ : ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করুন ইগলু রেস্তরাঁয় বসে। দেশের মধ্যে প্রথম বার জম্মু কাশ্মীরের গুলমার্গে এই সুযোগ আনল এক নামী হোটেল। তাদের দাবি, কাচের তৈরি ইগলু রেস্তরাঁ তাঁরাই প্রথম শুরু করেছেন উপত্যকায়।
এর আগে উপত্যকায় প্রথম বরফঢাকা রেস্তরাঁও শুরু করেছিলেন তাঁরাই। বরফে ঢাকা পাহাড়ের মাঝে কাচের ইগলু রেস্তরাঁয় কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। হোটেলের ম্যানেজার জানিয়েছেন পর্যটকদের গুলমার্গের দিকে আকৃষ্ট করার অনেক উপায় আগে গ্রহণ করা হয়েছে। এই ইগলু রেস্তরাঁও সেই তালিকায় নতুন সংযোজন।
advertisement
advertisement
ইগলু রেস্তরাঁর ধারণা নেওয়া হয়েছে ফিনল্যান্ড থেকে। গুলমার্গে হোটেলের উঠোনে তৈরি করা হয়েছে তিনটি ইগলু। পর্যটকদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয় ইগলু হোটেল। বিদেশ থেকে নির্মাণ সামগ্রী আমদানি করে তৈরি করা হয়েছে এই বরফের বাড়ি। ইগলুর অভ্যন্তরে তাপমাত্রা বাড়িয়ে রাখার বন্দোবস্ত করা হয়েছে।
#WATCH | J&K: A glass igloo at a hotel in snow-capped Gulmarg in Srinagar continues to be a tourist attraction
"I am experiencing this for the first time in India. I would like to tell people to come here once and experience it" said a tourist (06.02) pic.twitter.com/QPBao1j25A — ANI (@ANI) February 6, 2023
advertisement
ইগলু রেস্তরাঁ নিয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এর ফলে নতুন মাত্রা পাবে পর্যটন। এই রেস্তরাঁয় সময় কাটানোর অভিজ্ঞতা কেমন? এক পর্যটক জানিয়েছেন এখানে বসে কফিপানের অভিজ্ঞতা অনন্য এবং স্বর্গীয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 11:26 AM IST