‘একশো বার স্নান করলেও মোষই থাকবেন’ , কুরুচিকর মন্তব্যে কুমারস্বামীকে আক্রমণ বিজেপি নেতার

Last Updated:
#নয়াদিল্লি: ‘ক্যামেরার সামনে আসার আগে মুখে মেক আপ করেন নরেন্দ্র মোদি ৷ সেই কারণেই তাঁর স্কিন চকচক করে !’
নির্বাচনী লড়াই শুরু হয়ে গিয়েছে ৷ কথা পাল্টা কথা সবমিলিয়ে সরগরম রাজনৈতিক তরজা ৷ কিছুদিন আগে নরেন্দ্র মোদির সম্পর্কে এমনই একটি বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ৷ এই মন্তব্যের প্রেক্ষিতেই কুমারস্বামীকে এবার আক্রমণ করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক রাজু কাগে ৷
বুধবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজু কাগে বলেন, ‘কুমারস্বামী বলেছিলেন নরেন্দ্র মোদি ক্যামেরার সামনে আসার আগে ১০ বার মুখে ফেস পাউডার লাগান ৷ এমনকী, দিনে ১০ বার পোশাক পরিবর্তন করেন তিনি ৷ আরে মোদি তো এমনিতেই ভাল দেখতে ৷ কিন্তু কুমারস্বামী আপনি যদি ১০০ বারও স্নান করে নেন ৷ তবুও আপনাকে মোষের মতই দেখতে লাগবে ৷’
advertisement
advertisement
কুমারস্বামী দাবি করেছিলেন, ‘নরেন্দ্র মোদি ক্যামেরার সামনে আসার আগে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখে ওয়াক্সিং করেন ৷ কিন্তু আমি দিনে একবারই মুখ পরিস্কার করি এবং দিনে একবারই স্নান করি ৷ সেই কারণে ক্যামেরার সামনে আমাকে দেখতে ভাল লাগে না ৷ কিন্তু মোদি দিনে ১০ বার স্নান করেন ৷ তাই ওনাকে দেখতে ভাল লাগে ৷ সেই কারণে আমাদের মিডিয়ার বন্ধুরা শুধুমাত্র নরেন্দ্র মোদিকেই টিভির পর্দায় দেখাতে বেশি পছন্দ করেন ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
‘একশো বার স্নান করলেও মোষই থাকবেন’ , কুরুচিকর মন্তব্যে কুমারস্বামীকে আক্রমণ বিজেপি নেতার
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement