বুঝেশুনে শব্দ প্রয়োগ করুন, হিন্দু-পাকিস্তান মন্তব্য়ে থারুরকে সতর্ক করল বিজেপি
Last Updated:
#নয়াদিল্লি: রাজনৈতিক আক্রমণ করতে হলে, বুঝেশুনে শব্দ চয়ন করুন৷ শশী থারুরের হিন্দু-পাকিস্তান মন্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতাদের সতর্ক করল বিজেপি৷
বিজেপির হিন্দুত্ববাদ নীতি নিয়ে বৃহস্পতিবার তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুর ৷ কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, ২০১৯ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে ভারতকে হিন্দু পাকিস্তান তৈরির চেষ্টায় কোনও ত্রুটি রাখবে না গেরুয়া শিবির৷ সে ভারতে সংখ্যালঘুদের দাবি-আকাঙ্ক্ষা কোনও অস্তিত্ব থাকবে না ৷
এখানেই শেষ নয়, এই মঞ্চ থেকে কংগ্রেস নেতা থারুর কেন্দ্রকে রীতিমতো তাদের হিন্দু আইডিওলজি-এর জন্য রীতিমতো তুলোধোনা করেন ৷ থারুরের মতে, ফের সরকারে নির্বাচিত হলে বিজেপি নিজের মতো দেশ চালানোর জন্য আমাদের গণতান্ত্রিক দেশের সংবিধানকেও বদলে ফেলতে পিছপা হবে না ৷ সেই বিকৃত সংবিধানের আসল উদ্দেশ্যেই হবে ভারতকে ‘হিন্দু পাকিস্তান’ তৈরি করা ৷ সেই ভারত থেকে হারিয়ে যাবে মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, সুভাষ চন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো স্বাধীনতা সংগ্রামীদের সর্ব ধর্মের জন্য ভারত তৈরির সংগ্রাম ৷
advertisement
advertisement
আরও পড়ুন
থারুর নিশানা থেকে নিস্তার পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ প্রধানমন্ত্রীকে বিঁধে কংগ্রেস নেতা বলেন, নির্বাচনের আগেই দেশবাসীর মন ভোলাতে লাগাতার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন মোদি ৷
আরও পড়ুন
advertisement
কংগ্রেস নেতা শশী থারুরের হিন্দু পাকিস্তান-এর মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ সেই বিতর্কে ঘৃতাহুতি করেছে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের ট্যুইট ৷ থারুরের মন্তব্যের বিরুদ্ধে পাল্টা তোপ দেগে সম্বিত বলেন, থারুর এরকম ভিত্তিহীন মন্তব্যের জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত ৷ পাকিস্তান তৈরির দায় কংগ্রেসেরই ৷ বিশ্ব মঞ্চে ভারত ও ভারতের হিন্দুদের অপমানের কোনও সুযোগই ছাড়ে না কংগ্রেস ৷
advertisement
সব মিলিয়ে মন্তব্য ও পাল্টা মন্তব্যে চড়ছে ১৯-এর নির্বাচনী পারদ ৷
If they (BJP) win a repeat in the Lok Sabha our democratic constitution as we understand it will not survive as they will have all the elements they need to tear apart the constitution of India & write a new one: Shashi Tharoor pic.twitter.com/vY7lWrjYSb
— ANI (@ANI) July 11, 2018
advertisement
MR Sashi Tharoor says India will become “Hindu-Pakistan” if BJP returns to power in 2019! Shameless @INCIndia doesn’t lose any opportunity to demean India & defame the Hindus! From “Hindu terrorists” to “Hindu-Pakistan” the Pak appeasing policies of Cong are unparalleled! — Sambit Patra (@sambitswaraj) July 11, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2018 11:17 AM IST