ট্যুইটার অ্যাকাউন্ট নিয়ে বিপত্তিতে আইসিএমআর! দ্রুত পদক্ষেপের আশ্বাস সংস্থার
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
এদিন বেশ কিছু টুইটারেত্তি দেখেন সরকারি এই সংস্থার তরফে বেশ কিছু সরকারবিরোধী তির্যক পোস্টে লাইক দেওয়া হচ্ছে।
#নয়াদিল্লি: ট্যুইটার অ্যাকাউন্ট নিয়ে বিতর্কে জড়াল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। বুধবার সংস্থার তরফে ট্যুইট করে একথা স্বীকার করে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থার এই হ্যান্ডেল থেকে সরকারি বিরোধী নানা পোস্টেও লাইক পড়েছে। বিবৃতি দিয়ে গোটা ঘটনাই জন্য ক্ষমাপ্রার্থনা করেছে আইসিএমআর। একই সঙ্গে জানানো হয়েছে এই ধরনের বিতর্কমূলক সক্রিয়তা যাচাই করে তা সরানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে ।
ICMR has observed that the twitter account of the organisation has been compromised. We are taking necessary steps to rectify the same. We apologise for any inconvenience caused due to this situation.
— ICMR (@ICMRDELHI) August 26, 2020
advertisement
এদিন সংস্থার তরফে ট্যুইট করে বলা হয়, "আইসিএমআর দেখতে পেয়েছে ট্যুইটার অ্যাকাউন্টটির অপব্যবহার হয়েছে। আমরা এই বিচ্যুতির জন্য ক্ষমাপ্রার্থী। আমরা এই সমস্যা মেটানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিচ্ছি।
advertisement
এদিন বেশ কিছু টুইটারেত্তি দেখেন সরকারি এই সংস্থার তরফে বেশ কিছু সরকারবিরোধী তির্যক বা শ্লেষাত্মক পোস্টে লাইক দেওয়া হচ্ছে। তাঁরা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেই বিষয়টি আইসিএমআর-এর নজরে আসে। তড়িঘড়ি ব্যবস্থা নিতে তৎপর হয় সংস্থা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2020 9:00 PM IST