Ice Cream: আম বিক্রেতা বাবার ছেলে থেকে বিখ্যাত আইসক্রিম কোম্পানির প্রতিষ্ঠাতা, রঘুনন্দন কামাথের মৃত্যুতে আইসক্রিমপ্রেমীদের শোক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Ice Cream: দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শুক্রবার রাতে মারা যান তিনি। ন্যাচারলস পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় রঘুনন্দন কামাথের ছবি দিয়ে এই খবর জানানো হয়েছে।
মুম্বই: দেশের জনপ্রিয় আইসক্রিম প্রস্তুতকারক কোম্পানি ন্যাচারলস-এর প্রতিষ্ঠাতা রঘুনন্দন কামাথ প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শুক্রবার রাতে মারা যান তিনি। ন্যাচারলস পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় রঘুনন্দন কামাথের ছবি দিয়ে এই খবর জানানো হয়েছে।
এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘ন্যাচারলস আইসক্রিমের প্রতিষ্ঠাতা রঘুনন্দন কামাথের মৃত্যুতে আমরা শোকাহত। খুবই দুর্ভাগ্যজনক দিন আমাদের।’ কর্ণাটকের মেঙ্গালুরুতে আম বিক্রেতা বাবার ছেলে ছিলেন রঘুনন্দন কামাথ। ছোটবেলা থেকেই বাবাকে সেই কাজে সাহায্য করতেন।
Our thoughts on the sad demise of our patron and founder of Naturals Ice Cream, Late (Shri) Raghunandan Kamath. Indeed a very sad and unfortunate day for us.
Regards,
The Naturals Family.
Date: 18th May, 2024. pic.twitter.com/6x5guC5ae8— Natural Ice Cream (@Naturalicecream) May 18, 2024
advertisement
advertisement
আরও পড়ুন: খেলাধুলো থেকে পড়াশোনা, আপনার সন্তান হবে চ্যাম্পিয়ন! মানুন কালামের এই ৫ উপদেশ
সেই সময় থেকেই কাঁচা আম পাকা আম বাছাই করার কাজ শুরু করেন এবং দক্ষ হয়ে ওঠেন। পরে ১৪ বছর বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে দাদার খাবারের দোকানে কাজ শুরু করেন। তখন থেকেই হাতে তৈরি বা হ্যান্ডক্রাফটেড আইসক্রিম তৈরির ভাবনা ছিল তাঁর।
advertisement
আরও পড়ুন: আপনার কি হার্ট অ্যাটাক হতে পারে? শরীরের ‘এই’ বিশেষ অংশের মাপে রয়েছে ইঙ্গিত! জানলে চমকে যাবেন
১৯৮৪ সালে মুম্বই আসেম তিনি। ৬ জন কর্মীকে নিয়ে ১২ ফ্লেভারের আইসক্রিম পার্লার খোলেন রঘুনন্দন। জুহু স্কিমের কাছে ছিল সেই আইসক্রিম পার্লার। সেই আইসক্রিম এমন জনপ্রিয় হয়ে ওঠে যে ১০ বছরের মধ্যে আরও ৫টি দোকান করেন তিনি। এই মুহূর্তে দেশজুড়ে ১৬৫টি আউটলেট রয়েছে ১৫টি শহরে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2024 2:07 PM IST