যুদ্ধ সেবা সম্মান পেলেন বালাকোট হামলার অন্যতম নেত্রী স্কোয়াড্রন লিডার মিনতি আগরওয়াল
Last Updated:
আজ স্বাধীনতা দিবসে যুদ্ধ সেবা মেডেল দিয়ে সম্মানিত করা হল এই ২৭ বছর বয়সী স্কোয়াড্রন লিডারকে । ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলা পরিচালনার কৃতীত্ব তাঁরই
#নয়াদিল্লি: পুলওয়ামা হামলার পর বালাকোটে জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা । এই হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্কোয়াড্রন লিডার মিনতি আগরওয়াল । আজ স্বাধীনতা দিবসে যুদ্ধ সেবা মেডেল দিয়ে সম্মানিত করা হল এই ২৭ বছর বয়সী স্কোয়াড্রন লিডারকে । ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলা পরিচালনার কৃতীত্ব তাঁরই ।
'সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করার মতো কোনও শব্দ আমার কাছে নেই। কন্ট্রোল রুমে যখন পাকিস্তানি বিমানের হামলার খবর আসে, আমাদের কন্ট্রোল রুমের স্ক্রিন লাল আলো জ্বলতে শুরু করেছিল', সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্কোয়াড্রন লিডার মিনতি ।
Minty Agarwal, IAF Squadron leader: I participated in both the missions on 26th February as well as on 27th February. Wing Commander Abhinandan was in a two way communication with me when he was on air. (1/2) pic.twitter.com/8w27EA3KQK
— ANI (@ANI) August 15, 2019
advertisement
advertisement
'একজন ফাইট কন্ট্রোলার হিসাবে আমার দায়িত্ব ছিল বিমানকে গাইড করা। এর পাশাপাশি, বিমান চালকরা কী কী অস্ত্র ব্যবহার করতে পারে সে সম্পর্কে আমাকে জানাতে হয়েছিল। তাদের কখন এবং কোথায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা উচিত। একই সাথে আমার পুরো ফোকাস ছিল ভারতীয় বিমানকে সম্পূর্ণ নিরাপদ রাখা'...
অভিনন্দন বর্তমানের পাকিস্তানের মাটিতে জেরা ও পরে সম্পূর্ণ নিরাপদে ফিরে আসার পর স্বস্তি পেয়েছিলেন তিনি । তাঁর মতে এটা আলাদা করে আমাদের আনন্দের বিষয় ছিল না, তা ছিল দেশের গর্বের দিন ।
advertisement
Minty Agarwal, IAF Squadron leader: From the time Wing Commander Abhinandan was airborne I was the one who was providing him the air situation picture. The situation awareness was passed by me to him about the posture of enemy aircraft. (2/2) https://t.co/JZ8MlSkhU8 — ANI (@ANI) August 15, 2019
advertisement
স্কোয়াড্রন লিডার মিনতি আগরওয়াল জম্মু ও কাশ্মীরের নওশেরা সেক্টরে ভারতীয় বিমানবাহিনীর বিমানের একটি বিশাল প্যাকেজ যাওয়ার পরে একদিন পর ভারতীয় বিমান বাহিনীর দলগুলিকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে তাঁর এই পদক্ষেপটি ভারতীয় বিমানবাহিনীকে পাকিস্তানি আগ্রাসনের প্রতিক্রিয়া জানাতে সহায়তা করেছিল। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এই এনকাউন্টারে পাক F-16 বিমান গুলি করে নামিয়েছিলেন ।
advertisement
ভারতীয় বিমানবাহিনী পাঁচটি যুদ্ধসেবা পদক এবং সাতটি বিমান বাহিনী পদক সহ মোট ১৩ টি পুরষ্কার পেয়েছে ভারতীয় বায়ুসেনা। মিনতি আগরওয়াল ছাড়াও যুদ্ধ সেবা পদকের বিজয়ী হলেন এয়ার কমান্ডার সুনীল কাশীনাথ বিদহাতে, গ্রুপ ক্যাপ্টেন যশপাল সিং নেগি, গ্রুপ ক্যাপ্টেন হেমন্ত কুমার, গ্রুপ ক্যাপ্টেন হ্যানসেল জোসেফ সিকিওরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2019 4:47 PM IST