IAF jet crashes : ফের বিমান দুর্ঘটনা ! রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত্যু পাইলটের

Last Updated:

IAF jet crashes in Rajasthan's Churu: রাজস্থানের চুরুতে বায়ুসেনার একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে বুধবার। দুর্ঘটনায় পাইলটের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান (Photo: X)
রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান (Photo: X)
চুরু, রাজস্থান: ফের বিমান দুর্ঘটনা ! এবার রাজস্থানের চুরুতে ভেঙে পড়ল ভারতের বিমানবাহিনীর একটি বিমান ৷ রাজস্থানের চুরুতে বায়ুসেনার ওই যুদ্ধবিমান ভেঙে পড়ে বুধবার। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বিমানের পাইলটের দেহ শনাক্ত করা গিয়েছে ৷ তবে বিমান দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় ৷
রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে এদিন। ধ্বংসাবশেষের মধ্যেই মৃতদেহ মেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন দুপুরে হঠাৎ মাঝ আকাশে বিকট শব্দ শোনা যায়। তারপরই সামনের ক্ষেত থেকে কালো ধোঁয়া ও আগুন উড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা যখন দৌড়ে ঘটনাস্থলে পৌঁছন, তখন দেখেন সম্পূর্ণভাবেই জ্বলে গিয়েছে বিমানটি।
advertisement
advertisement
advertisement
জনবহুল এলাকাতেই এদিন ভেঙে পড়ে বিমানটি ৷ সূত্রের খবর, বিমান ভেঙে পড়ার ঘটনায় কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীও। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
advertisement
গ্রামবাসীদের দাবি, বুধবার বেলার দিকে আচমকা বিকট শব্দ শোনা যায়। প্রথমে বোঝা যায়নি, কোথা থেকে এই শব্দ এল। পরে দেখেন মাঠের উপর একটি বিমান ভেঙে পড়েছে। সেই বিমান জ্বলছে দাউ দাউ করে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো। ঘটনাটি নজরে আসতে স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। কালেক্টর অভিষেক সুরানা এবং স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে যান ৷ সেনাবাহিনীর উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছয়। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IAF jet crashes : ফের বিমান দুর্ঘটনা ! রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত্যু পাইলটের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement