Mission Shakti: 'বিশ্ব নাট্যদিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা', ট্যুইটারে মোদিকে কটাক্ষ রাহুলের
Last Updated:
মোদির ঘোষণার পরেই বিরোধীরা তুমুল কটাক্ষ শুরু করে দিয়েছে৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ট্যুইটারে DRDO-কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'ওয়েল ডান ডিআরডিও৷ আপনাদের কাজ সত্যিই গর্বের৷' এরপরেই মোদিকে রাহুলের খোঁচা, 'প্রধানমন্ত্রীকে আমি বিশ্ব নাট্যদিবসের শুভেচ্ছা জানাই৷'
#নয়াদিল্লি: মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে একটি লো অরবিট স্যাটেলাইটকে ধ্বংস করেছে ভারত৷ মহাকাশ শক্তিতে এখন ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলির ক্লাবে ঢুকে পড়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনের পরেই ভারতের স্থান৷ বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
Well done DRDO, extremely proud of your work.
I would also like to wish the PM a very happy World Theatre Day. — Rahul Gandhi (@RahulGandhi) March 27, 2019
advertisement
মোদির ঘোষণার পরেই বিরোধীরা তুমুল কটাক্ষ শুরু করে দিয়েছে৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ট্যুইটারে DRDO-কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'ওয়েল ডান ডিআরডিও৷ আপনাদের কাজ সত্যিই গর্বের৷' এরপরেই মোদিকে রাহুলের খোঁচা, 'প্রধানমন্ত্রীকে আমি বিশ্ব নাট্যদিবসের শুভেচ্ছা জানাই৷'
advertisement
এ দিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে জানান, মহাকাশ গবেষণায় ভারতের আজ বড় গর্বের দিন৷ মহাকাশ শক্তিতে বিশ্বে এখন ভারত চতুর্থ দেশ৷ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে মহাকাশে একটি অব্যবহৃত লো অরবিট স্যাটেলাইট ধ্বংস করল ভারত৷ এই মিশনের নাম, মিশন শক্তি৷ আমেরিকা, রাশিয়া, চিনের পরেই মহাকাশ শক্তিতে এখন ভারতের স্থান৷ ৩ মিনিটেই ভারতের তৈরি এই এ স্যাট মিসাইল ধ্বংস করে অব্যবহৃত একটি স্যাটেলাইটকে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2019 2:43 PM IST