আমাকে টুকরো টুকরো করে দিলেও বিজেপিতে কখনই যাবনা, দলকে বার্তা এই কংগ্রেস বিধায়কের

Last Updated:
#নয়াদিল্লি: সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন গুজরাতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে সেই রাজ্যের ও কেন্দ্রের শাসক শাসকদল বিজেপি ৷ একদিকে বিজেপির বিপুল জয় ও অন্যদিকে কংগ্রেস-সহ সমস্ত বিরোধীদলের ভরাডুবির কারণ বিশ্লেষণ চলছে ৷
বিজেপির বিপুল ফলে বিরোধীদলের নেতাদের দলবদলের হিড়িক শুরু হয়েছে ৷ এরই মাঝে গুজরাতে কংগ্রেস ছেড়ে প্রায় ১০ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার তোড়জোড় শুরু করেছে ৷ গুজরাতে ২টি রাজ্যসভার আসনে নির্বাচন হতে চলেছে সেই কারণেই শাসকদল বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছে ৷
কংগ্রেস বিধায়ক আল্পেস ঠাকর কংগ্রেস বিধায়ক আল্পেস ঠাকর
advertisement
advertisement
গান্ধিনগর থেকে বিপুল ভোটে জিতেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, স্মৃতি ইরানি অমেঠি থেকে জয়ী হওয়ায় রাজ্যসভার ২টি আসন খালি হয়েছে ৷ তবে দলবদলের মরশুমে অন্য সুর দেখতে পাওয়া গেল জামনগরের প্রাক্তন সাংসদ মাদাম নিউজ 18-কে জানিয়েছেন তিনি বিক্রিজাত দ্রব্য নই ৷ আরও একজন কংগ্রেস বিধায়ক ভুরিয়া জানিয়েছেন আমি কংগ্রেসের সঙ্গেই আছি ৷
advertisement
একনজরে দেখে নেওয়া যাক মোট ১৮২ বিধায়কের মধ্যে ৩ জনের বিধায়ক পদ খারিজ করাতে ১৭৯ বিধায়ক রয়েছেন ৷ ১০৩ জন বিধায়ক বিজেপি ও ৭১ জন কংগ্রেসের বিধায়ক ৷ বিটিপির একজন, এনসিপির এক নির্দলীয় বিধায়ক ৷ এদের মধ্যে একজন বিজেপিকে আর বাকিরা কংগ্রেসকে সমর্থন করবে ৷ এরফলেই অমিত শাহ ও স্মৃতি ইরানির ছেড়ে দেওয়া ২টি রাজ্যসভার আসন কংগ্রেস পেতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আমাকে টুকরো টুকরো করে দিলেও বিজেপিতে কখনই যাবনা, দলকে বার্তা এই কংগ্রেস বিধায়কের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement