advertisement

I-T Raid: অফিসে IT রেইড চলাকালীন ভয়ানক কাণ্ড, নিজেকে গুলি করে শেষ করে দেওয়ার অভিযোগ খোদ জনপ্রিয় ব্যবসায়ীর বিরুদ্ধে

Last Updated:

শুক্রবার সন্ধ্যায় আয়কর দফতরের রেইড চলছিল বেঙ্গালুরুর খ্যাতনামা রিয়েল এস্টেট ব্যবসায়ী সিজে রায়ের বাড়ি ও অফিসে। অভিযোগ, রেইড চলাকালীনই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ব্যবসায়ী।

Bengaluru Realtor Allegedly Shoots Himself Dead During I-T Raids At Office
Bengaluru Realtor Allegedly Shoots Himself Dead During I-T Raids At Office
বেঙ্গালুরু: শুক্রবার সন্ধ্যায় আয়কর দফতরের রেইড চলছিল বেঙ্গালুরুর খ্যাতনামা রিয়েল এস্টেট ব্যবসায়ী সিজে রায়ের বাড়ি ও অফিসে। অভিযোগ, রেইড চলাকালীনই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ব্যবসায়ী। কিন্তু কেন এমন একটা চরম সিদ্ধান্ত নিলেন? সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। তবে স্থানীয় পুলিশের মতে, ইদানীং ব্যবসায় তাঁর আর্থিক লেনদেনের উপর করা নজর রেখেছিল আয়কর দফতর। সেই নিয়ে প্রবল মানসিক চাপেও ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী সিজে রায়।
আইটি রেইডের চলাকালীনই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা! জানা যায়, রেইড শুরু হয়েছিল সকাল থেকেই। সারাদিন রেইড চলে। বিকেলের দিকে অফিসে পৌঁছনোর পর পরই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেন আইটি আধিকারিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী দল তাঁকে নির্দিষ্ট কিছু আর্থিক নথি পেশ করতে বলেন। প্রয়োজনীয় কাগজপত্র আনতে নিজের ঘরে যান ব্যবসায়ী, জানান তাঁর অল্প সময়ের অবকাশ চাই। পুরো বিষয়টায় ঘটনাস্থলে উপস্থিতদের অস্বাভাবিক কিছু মনে হয়নি।
advertisement
advertisement
পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং জানান, “দেহটি বর্তমানে হাসপাতালে রয়েছে। এসওসিও টিম ও ক্রাইম টিম ঘটনাস্থল পরীক্ষা করেছে। সংস্থার এক ডিরেক্টর অভিযোগ দায়ের করেছেন যে সিজে রায় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। কোন পিস্তল ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কত রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।” তিনি আরও বলেন, “ঘটনাটি ঘটেছে দুপুর ৩টা ১৫ মিনিটে। আমরা আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গেও কথা বলছি। গত তিন দিন ধরে আয়কর হানা চলছিল। ঘটনার সময় কারা কারা উপস্থিত ছিলেন, তা যাচাই করা হচ্ছে। কেরলের আয়কর দফতরের একটি দল ওই তল্লাশি অভিযান চালায়। তদন্ত চলছে।”
advertisement
জানা যায়, শুক্রবার অফিসে নিজের ঘরে যাওয়ার পরই শুলির শব্দ শোনা যায়। ছুটে যান অফিসের কর্মচারী ও ঘটনাস্থলে থাকা আইটি আধিকারিকরা। জানা যায়, নিজের ব্যক্তিগত পিস্তল ব্যবহার করে বুকে গুলি করেন ব্যবসায়ী। আয়কর দফতরের আধিকারিকরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর পর স্থানীয় পুলিশ এলাকাটি ঘিরে ফেলে, শুরু হয় তদন্ত।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
I-T Raid: অফিসে IT রেইড চলাকালীন ভয়ানক কাণ্ড, নিজেকে গুলি করে শেষ করে দেওয়ার অভিযোগ খোদ জনপ্রিয় ব্যবসায়ীর বিরুদ্ধে
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement