বিশাখাপত্তনমে কেমিক্যাল প্লান্টের গ্যাস লিক করে দুর্ঘটনা, ট্যুইট করলেন মোদি
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
ফিরে এল ভোপাল গ্যাস দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি ৷ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর আর ভেঙ্কটপুরমে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রির কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হল ৮ জনের ৷
#বিশাখাপত্তনম: ফিরে এল ভোপাল গ্যাস দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি ৷ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর আর ভেঙ্কটপুরমে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রির কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হল ৮ জনের ৷ পাশাপাশি অসুস্থ ২০০-র বেশি মানুষ ৷ মৃতদের মধ্যে একটি ৮ বছরের শিশুকন্যাও রয়েছে ৷ রাত ৩টে নাগাদ ওই কেমিক্যাল প্লান্ট থেকে গ্যাস লিক করার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২০ জন ৷ ৩ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে ৷ বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷
দুঘর্টনার খবর পেয়েই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ ট্যুইটে প্রধানমন্ত্রী জানান, ‘গোটা ঘটনা নিয়ে এমএইচএ ও এনডিএমএ-র সঙ্গে আলোচনা হচ্ছে ৷ গোটা ঘটনার দিকে নজর রয়েছে ৷ আমি প্রার্থনা করি বিশাখাপত্তনমের মানুষেরা সুস্থ থাকুন, ভালো থাকুন ৷’
Spoke to officials of MHA and NDMA regarding the situation in Visakhapatnam, which is being monitored closely.
I pray for everyone’s safety and well-being in Visakhapatnam. — Narendra Modi (@narendramodi) May 7, 2020
advertisement
advertisement
Location :
First Published :
May 07, 2020 10:21 AM IST