৬৫ বছরের পুরনো বন্ধুকে হারালাম, শোকার্ত আডবাণীর শেষ শ্রদ্ধা
Last Updated:
বাজপেয়ীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন এল কে আডবাণী ৷ ৬৫ বছরের পুরনো বন্ধুকে হারিয়ে আমি শোকস্তব্ধ বলে জানালেন আডবাণী ৷
#নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বয়স হয়েছিল ৯৩ বছর। ১১ জুন থেকে ভর্তি ছিলেন দিল্লির এইমসে। এদিন বিকেল ৫টা নাগাদ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনাবাসনে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ বাজপেয়ীর মৃত্যু এক যুগের অবসান বলে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
বাজপেয়ীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন এল কে আডবাণী ৷ ৬৫ বছরের পুরনো বন্ধুকে হারিয়ে আমি শোকস্তব্ধ বলে জানালেন আডবাণী ৷ সিনিয়র সহ কর্মী হওয়া সত্ত্বেও গত ৬৫ বছর ধরে তিনি আমার সব থেকে কাছের বন্ধু ছিলেন ৷ দুঃখপ্রকাশ করার জন্য আমার কাছে কোনও শব্দ নেই ৷
advertisement
advertisement
RSS থেকে বিজেপি ওনার সঙ্গে কাটানো প্রত্যেক মুহূর্ত আমার কাছে স্মরণীয় ৷ জনসংঘ থেকে বিজেপি। জনতা সরকারের বিদেশমন্ত্রী থেকে ১৩ দিনের প্রধানমন্ত্রী। প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রী হিসাবে মেয়াদ পূর্ণ করার ঐতিহাসিক কৃতিত্ব। জোট সরকারের রূপকার থেকে রাজনীতির চাণক্য - নামের পাশে অনেক উপাধি। ছ’বছর ওনার ডেপুটি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম আমি ৷
advertisement
আমার সিনিয়ার হিসেবে প্রতিপদে উনি আমাকে সাহায্য ও উৎসাহিত করেছেন ৷ হিন্দিতে তুখোড় বক্তৃতা, নিমেষে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা, ভোটারদের মন বোঝার ক্ষমতা, রাজনীতির পট-পরিবর্তন দ্রুত বুঝে ফেলা - নেহেরুর পর তিনিই ভারতীয় রাজনীতির সবচেয়ে প্রভাবশালী চরিত্র।
advertisement
তাঁর নেতৃত্বেই প্রথমবার মেয়াদ পূর্ণ করেছে দেশের কোনও অকংগ্রেসি জোট সরকার। গত ৫ বছর ধরেই কথা বলার ক্ষমতা হারিয়েছিলেন। ভারতরত্ন নেওয়ার সময়ও কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি। তবে ভারতের রাজনীতিতে তিনি একই রকম প্রাসঙ্গিক। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথায়, দ্য গ্রেটেস্ট পার্লামেন্টারিয়ান ইন্ডিয়া হ্যাভ এভার মেড।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2018 6:25 PM IST