#শ্রীনগর: জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা নিজের ইচ্ছেয় ঘরবন্দি রয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ কথা বলছেন বলে পাল্টা দাবি করলেন ফারুক আবদুল্লা৷ মঙ্গলবার তিনি বললেন, 'নিজের বাড়িতেই আটকে রয়েছি৷ গত দু দিন ধরে কারও সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না আমায়৷'
News18-কে ফারুক আবদুল্লার বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী যা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যে৷ ভিত্তিহীন৷ আমি একেবারে আটকে রয়েছি৷ আমার বাড়ির সামনে একজন ডিএসপি-কে রাখা হয়েছে৷ কয়েক মিটার দূরেই আমার মেয়ে থাকে৷ নিজের মেয়ের সঙ্গে পর্যন্ত দেখা করতে পারছি না৷ মেয়ের বাড়িতেও বাইরে থেকে তালা লাগানো৷'
কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের তীব্র নিন্দা করে তিনি বলেন, 'রাষ্ট্রপতি ডিক্রি জারি করে যে ভাবে ৩৭০ ধারা তোলা হল, তা এককথায় ডাকাতি৷ একনায়কতন্ত্র চলছে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।