Hypersonic Missile: শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্রের মালিক এবার ভারত! হল সফল পরীক্ষাও, ভয়ে কাঁপছে শত্রুরা

Last Updated:

Hypersonic Missile: হাইপারসনিক মিসাইল হল অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে চলতে সক্ষম।

শক্তি বাড়ল ভারতের
শক্তি বাড়ল ভারতের
নয়াদিল্লি: আরও শক্তিশালী হল ভারত। প্রতিরক্ষার ক্ষেত্রে রবিবার ভারতের কাছে উল্লেখযোগ্য দিন। রবিবার শব্দের চেয়ে দ্রুতগামী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করল ডিআরডিও। দেড় হাজার কিলোমিটার দূরত্বও অনায়াসে অতিক্রম করে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। শনিবার ওড়িশার উপকূল থেকে তারই সফল উৎক্ষেপণ হল।
পরীক্ষামূলক এই উৎক্ষেপণের পরে এবার ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হল এক নয়া ‘ব্রহ্মাস্ত্র’। মনে করা হচ্ছে, এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও মজবুত হল ভারত। ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে কয়েক দিনের মধ্যেই শোভা পাবে নতুন দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি।
advertisement
advertisement
হাইপারসনিক মিসাইল হল অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটে চলতে সক্ষম। নামে হাইপারসনিক হলেও এই অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হামলার অনন্য ক্ষমতা। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, ভারতের নতুন দূরপাল্লার মিসাইলটি একাধিক ডোমেনে পরীক্ষা করা হয়েছে। বিভিন্ন রেঞ্জের সিস্টেম ব্যবহার করেই নতুন মিসাইলের পরীক্ষা সক্ষম হয়েছে।
advertisement
এক্স হ্যান্ডলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং তাৎপর্যপূর্ণও, কারণ এর ফলে আমাদের দেশ সেই গুটিকয়েক দেশের একটি হয়ে উঠল যাদের হাতে এমন জটিল ও অত্যাধুনিক সেনা প্রযুক্তি রয়েছে।’ প্রসঙ্গত, ড. এপিজে আবদুল কালাম মিসাইল কমপ্লেক্সের গবেষণাগারে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। সহযোগিতা করেছে ডিআরডিও।
বাংলা খবর/ খবর/দেশ/
Hypersonic Missile: শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্রের মালিক এবার ভারত! হল সফল পরীক্ষাও, ভয়ে কাঁপছে শত্রুরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement