ওলা ক্যাবের বিল ৯ লাখ !

Last Updated:

অগাস্ট ২৪ কর্মসূত্র নিজামাবাদ যাওয়ার কথা ছিল রথী শেখরের ৷ জুবিলি হিল থেকে নিজামাবাদ যাওয়ার জন্য বুক করেছিলেন একটি ওলা ক্যাব ৷

#হায়দরাবাদ: অগাস্ট ২৪ কর্মসূত্র নিজামাবাদ যাওয়ার কথা ছিল রথীশ শেখরের ৷ জুবিলি হিল থেকে নিজামাবাদ যাওয়ার জন্য বুক করেছিলেন একটি ওলা ক্যাব ৷ সকাল ৭:৫৭ নাগাদ জুবিলি হিল থেকে ক্যাবে ওঠেন ৷ এরপর নিজামাবাদের উদ্দেশ্যে রওনা দেন ৷ নিজামাবাদে দু’ঘণ্টার কাজ ছিল তাঁর ৷ তারপর ওই একই ক্যাবে ৫টা ১৬ নাগাদ ফিরে আসেন জিুবিলি হিলে ৷ কিন্তু যাত্রা শেষের পর বিল দেখে হতবাক হয়ে পরে রথীশ ৷ ক্যাব বুক করার  ৫ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে এস্টিমেট দেখানো হয়েছিল ৷ কিন্তু যাত্রা শেষে রথীশকে ৯ লাখ ১৫ হাজার ৮৮৭ টাকার বিল ধরায় গাড়ির চালক ৷
শেখর জানিয়েছেন, তিনি ৪৫০ কিলোমিটার যাত্রা করেছেন ৷ কিন্তু ওলার বিলে দেখানো হয়েছে যে তিনি ৮৫ হাজার ৪২৭ কিলোমিটার যাত্রা করেছেন ৷ তিনি জানিয়েছেন, প্রথমে তিনি ভেবেছিলেন ৯ হাজার ১৫৮ টাকা ৮৭ পয়সা বিল উঠেছে। কিন্তু পরে বিলটা ভালো করে দেখতেই চক্ষু চড়ক গাছ ৷
তবে সুধু শেখর নয়, গাড়ির চালকও বিল দেখে চমকে যান ৷ ক্যাব ড্রাইভার সুনীল কুমার জানান, ওই টাকা দিয়ে তিনি দুইটি ইন্ডিকা গাড়ি কিনতে পারবেন ৷
advertisement
advertisement
শেখর ওই টাকা দিতে অস্বীকার করায় ক্যাব চালক ওলা স্টাফদের ডেকে পাঠান ৷ এরপর তারা হিসাব করে জানান, বিল হয়েছে ৪ হাজার ৮১২ টাকা ৷ পুরো সমস্যা মেটাতে প্রায় আধ ঘণ্টা লেগে যায় ৷
ওলা স্টারফরা জানিয়েছেন টেকনিক্যাল সমস্যার জন্য এই ঘটনাটি ঘটেছে ৷ প্রযুক্তিগত ক্রুটির জন্য শেখরকে হয়রানির মুখ পড়তে হয়েছে বলে দুঃখপ্রকাশ করেছেন ওলা সংস্থা ৷ ওলার মুখপাত্র সৌমিত্র চন্দ জানান যে তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ওলা ক্যাবের বিল ৯ লাখ !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement