Hyderabad News: ভয়ঙ্কর ঘটনা হায়দরাবাদে! চারমিনারের কাছের বহুতলে মৃত্যুমিছিল, মৃত অন্তত ১৭! কী ঘটল জানেন, শুনে আঁতকে উঠবেন

Last Updated:

Hyderabad News: রবিবার সকালে পুরনো হায়দরাবাদ শহরে চারমিনারের কাছে ‘গুলজ়ার হাউস’ নামের বহুতল ওই বিল্ডিংয়ে আগুন লাগে।

ভয়ঙ্কর!
ভয়ঙ্কর!
হায়দরাবাদ: হায়দরাবাদের চারমিনারের কাছে একটি বহুতলে ভয়ঙ্কর আগুন। আর তার জেরেই অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রবিবার সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে। সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগার খবর সংক্রান্ত ফোন যায় দমকলের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছিল দমকলের একাধিক ইঞ্জিন।
রবিবার সকালে পুরনো হায়দরাবাদ শহরে চারমিনারের কাছে ‘গুলজ়ার হাউস’ নামের বহুতল ওই বিল্ডিংয়ে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। বেশ কয়েক জনকে নিরাপদে বাড়ির বাইরে বার করে আনা গেলেও এখনও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েক জন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে তদারকি করছেন স্থানীয় বিধায়ক।
advertisement
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চারমিনারের কাছে গুলজ়ার হাউস নামের বহুতলের নীচে ছিল গয়নার দোকান। সেখানে প্রথমে আগুন লাগে। দোকানের উপরে থাকা বহুতলে ছড়িয়ে পড়েছিল সেই আগুন। এর জেরেই ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে কী থেকে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগে থাকতে পারে।
advertisement
advertisement
উদ্ধারকাজের অগ্রগতি নিয়ে মন্ত্রীদের কাছে জানতে চান তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ফোনও করেন তিনি।
বাংলা খবর/ খবর/দেশ/
Hyderabad News: ভয়ঙ্কর ঘটনা হায়দরাবাদে! চারমিনারের কাছের বহুতলে মৃত্যুমিছিল, মৃত অন্তত ১৭! কী ঘটল জানেন, শুনে আঁতকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement