Supreme Court Verdict on Adultery: 'স্বামী কখনই স্ত্রীর প্রভু নয়' যুগান্তকারী রায় সর্বোচ্চ আদালতের
Last Updated:
গৃহপালিত পশুর মত নয়, মানুষের মত ব্যবহার করা হোক তাঁদের সঙ্গে
#নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের যুগান্তকারী এক রায়ে একটি ক্ষেত্রে পরিষ্কার হয়েছে প্রতিটি মানুষের বাঁচার অধিকার আছে সমান সমান ৷ প্রচলিত একটি কথা আছে প্রেমহীন সংসার যত সুখেরই হোক না কেন তা সত্যিকারের ঘর সংসার হতে পারেনা ৷ সেই রায়কেই কার্যত মান্যতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ৷
আজ শীর্ষ বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে ডিভিশন্যাল বেঞ্চ এই রায় দান করেছে ৷ এর আগে পরকীয়ার সর্বোচ্চ শাস্তি ছিল পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড অথবা জরিমানা বা দুইই হতে পারে ৷
advertisement
advertisement
পরকীয়া সংক্রান্ত মামলায় রায়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে যে পর্যবেক্ষণ উঠে এসেছে সেগুলি হল
সংবিধানের ৪৯৭ ধারা মহিলার মান সম্মান ক্ষুণ্ন নিয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে ৷ গৃহপালিত পশুর মত নয়, মানুষের মত ব্যবহার করা হোক তাঁদের সঙ্গে ৷
৪৯৭ প্রতিটি মহিলাকে তাঁদের স্বামীর কাছে উপভোগ্য পণ্যে পরিণত করেছে ৷ আজ থেকে আর মহিলারা উপভোগ্য পণ্য নয় বা স্বামীরাও তাঁদের প্রভু নয় ৷ তাঁরা মাথা উঁচু করে বাঁচবেন ৷
advertisement
কোনও ভাবে বা কোনও রূপেই আজ থেকে আর স্ত্রীরা স্বামীর প্রভু নয় ৷ বিয়ের দায়বদ্ধতা শুধুই একপক্ষের বা স্ত্রীর নয় ৷ দু'জনেরই সম্মান দায়িত্ব ও কর্তব্য রয়েছে ৷
advertisement
নারীর খর্ব করা মৌলিক অধিকার ফিরে পাবে বলেই মনে করা হচ্ছে ৷ কোনও মানুষের বাঁচার বা মৌলিক অধিকার খর্ব করার অধিকার কারোর নেই ৷
আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে নারীরা নিজের পছন্দের কথা স্বগর্বে বলতে পারবে ৷ তাঁদের কণ্ঠরোধ করার আর কেউ থাকবে বা আইনত কেউ কণ্ঠরোধ করতে পারবেনা ৷
advertisement
চিন, জাপান, অস্ট্রেলিয়া সহ বিশ্বের একাধিক প্রথম সারির দেশে পরকীয়া কোনও অপরাধ নয় বাঁচার একটি অবলম্বন নয় ৷ এরফলে প্রেমহীন সংসারের থেকে মুক্তি দিয়ে আসবে নব জাগরণ ৷ জয় হবে মানবতাবাদের, জয় হবে মানবতাবোধের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2018 1:16 PM IST