#নয়াদিল্লি:স্কুল শিক্ষা ব্যবস্থায় বড়সড় রদবদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী প্রকাশ জাভড়েকর শনিবার জানিয়েছেন স্কুলে শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে সরকার ৷ শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে ও পড়ুয়াদের উপর থেকে অতিরিক্ত চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷কী কী পরিবর্তন আনা হচ্ছে ? দেখে নিন একনজরে১. জাভড়েকর জানিয়েছেন এবার থেকে প্রত্যেক পড়ুয়াকে দু’বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে ৷ একটি পরীক্ষা হবে মার্চ মাসে ৷ অন্য পরীক্ষাটি নেওয়া হবে জুন মাসে ৷ যদি কেউ দুটি পরীক্ষায় ফেল করে তাহলে তাকে সেই ক্লাসে ফের পড়তে হবে ৷ অথার্ৎ দুটির মধ্যে একটি পরীক্ষায় পাশ করলেই হবে ৷২. দশম শ্রেণি বোর্ড পরীক্ষা এবার সকলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ৷৩. তিনি আরও জানিয়েছেন যে সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন ৷ ২৫ রাজ্যের তরফে জানানো হয়েছে পরীক্ষা ব্যবস্থা ছাড়া শিক্ষার মান পড়ে যাচ্ছে ৷ তাই এই বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ পড়ুয়াদের পাশ ফেলের দায়িত্ব থাকবে রাজ্যের হাতে ৷
৪. আপডেট করা হবে NCERT বইগুলি ৷ এর জন্য শিক্ষক ও পড়ুয়াদের অভিভাবকদের কাছে থেকে পরামর্শ চাওয়া হয়েছে ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।