Pillow Cover Clear: নোংরা থাকলে বাসা বাঁধবেই ব্যাকটেরিয়া, মেনে চলুন বালিশ পরিষ্কার রাখার সহজ উপায়

Last Updated:

Pillow Cover: বালিশের কভার পরিষ্কার রাখার সহজ কিছু উপায় জেনে নিন।

#নয়াদিল্লি: বালিশ এমন একটা জিনিসের মধ্যে পড়ে যেটা রোজ ব্যবহার করা হয়। তাই রোজ যেটা ব্যবহার করা হবে সেটা যে তাড়াতাড়ি ময়লাও হবে সেটাই স্বাভাবিক। তবে বেশিরভাগ মানুষই এই বিষয়টাকে অতটা গুরুত্ব দেন না। কিন্তু এটা গুরুত্ব দেওয়ার মতই বিষয়। সপ্তাহে তিন থেকে চার বার অন্তত বালিশের ঢাকনা কাচা উচিত। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত দু'টো বা তিনটে বালিশের ঢাকনা কিনে রাখা উচিত যেটা বদলে বদলে শোওয়া যায়। নাহলে প্রতিদিনের মাথার ময়লা থেকে শুরু করে লালা, ধুলো, তেল জমতে জমতে ব্যাকটেরিয়া বাসা বাঁধবে সেখানে।
পরিষ্কার রাখার উপায়-
· ব্যবহার করা যেতে পারে যে কোনও রকমের ডিটারজেন্ট। দাগ তোলার জন্য কোনও আলাদা রকমের প্রোডাক্টও বেছে নেওয়া যেতে পারে।
advertisement
· প্রথমে বালিশের কভারে কোথায় কোথায় দাগ লেগে আছে সেটা দেখে নিতে হবে। তারপর সেখানে দাগ তোলার আলাদা যে ডিটারজেন্ট ব্যবহার করা যায় সেটা লাগিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।
advertisement
আরও পড়ুন- করোনাকে হারিয়েছেন? ফুসফুস নিয়ে আর অবহেলা নয়, এই ভুলগুলি এড়াতে সতর্ক হন এখনই
· এরপর সেটাকে ধুয়ে ফেলতে হবে ওয়াশিং মেশিন বা হাতে। ওয়াশিং মেশিনে কাচতে গেলে মোটামুটি দু'টো বা তিনটে কভার একসঙ্গে দিলে সুবিধা হবে, সময়ও বাঁচবে।
· এর সঙ্গে দিতে হবে অল্প একটু ডিটারজেন্ট পাউডারও। তাতে আরও বেশি ভালো পরিষ্কার হবে।
advertisement
· পারলে একটু উষ্ণ গরম জলে পরিষ্কার করা যেতে পারে। তাতে লাভ বেশি।
· ধোয়া হয়ে গেলে তা ড্রায়ারে দিয়ে দিতে হবে বা রোদেও শুকিয়ে নেওয়া যেতে পারে।
· এর পর সেটাকে আবার ড্রাই করতে হবে লো বা মিডিয়াম হিটে ফাইবারফিলের (Fibrefill) দ্বারা।
· এর পরেও আবার দেখতে হবে যে তার মধ্যে ভেজা ভাব আছে কি না। থাকলে আবার ৩০ মিনিট রেখে শুকিয়ে নিতে হবে।
advertisement
· এরপর সেগুলিকে বালিশে পরিয়ে ভালো করে সমস্ত হাওয়া বের করে নিতে হবে কভার আর বালিশের মাঝখান থেকে।
আরও পড়ুন- বিপজ্জনক রূপ নিচ্ছে দেশের নদীর জল, কারণ ওষুধের উৎপাদন! কী ঘটছে জানুন...
এই ক'টি নিয়ম পালন করলেই বালিশ ভালো থাকবে। রোজকার জীবনে বালিশ পরিষ্কার রাখার গুরুত্ব আমরা অনেকেই বুঝি না। সেই কারণে দীর্ঘদিনের নোংরা বালিশ থেকে হয় স্কিন প্রবলেম। স্কাল্পে খুসকির পরিমাণ বাড়তে পারে। তাই পরিষ্কার বালিশ মানেই যে শান্তির ঘুম- এটা এবারে খেয়াল রাখতে হবে!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pillow Cover Clear: নোংরা থাকলে বাসা বাঁধবেই ব্যাকটেরিয়া, মেনে চলুন বালিশ পরিষ্কার রাখার সহজ উপায়
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement