Lockdown| ৩ মে-র পরে আর নয় লকডাউন? তৈরি হয়ে গেল কেন্দ্রের এগজিট প্ল্যান!

Last Updated:

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ৩ মে-র পরে লকডাউন বাড়ানোর পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের৷ বরং কেন্দ্র এখন লকডাউন শেষের পরের পরিকল্পনা করতে ব্যস্ত৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাস ঠেকাতে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি করেছে কেন্দ্র৷ কিন্তু ৩ মে-র পরে? লকডাউন কি তখনও থাকবে? নাকি ধীরে ধীরে উঠে যাবে? News18-এর হাতে এল এক্সক্লুসিভ খবর৷ ৩ মে লকডাউনের শেষ দিনে মেয়াদ বাড়বে নাকি ওই দিনই লকডাউন শেষ হবে?
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ৩ মে-র পরে লকডাউন বাড়ানোর পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের৷ বরং কেন্দ্র এখন লকডাউন শেষের পরের পরিকল্পনা করতে ব্যস্ত৷ News18-এ এক্সক্লুসিভ তথ্য বলছে, ৩ মে-র পর থেকেই দেশজুড়ে ধীরে লকডাউন তুলে নেবে কেন্দ্র৷ লকডাউন একেবারে তুলে দেওয়া হবে গ্রিন জোনে৷ তবে রেড জোন ও অরেঞ্জ জোনে লকডাউন চলবে৷ যে ভাবে কেরলে চলছে৷
advertisement
৩ মে-র পরে লকডাউন শেষে কি এগজিট প্ল্যান রয়েছে কেন্দ্রের?
advertisement
১. ৩ মে-র পরেও ট্রেন ও প্লেন চালানো না-ও হতে পারে৷ যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷
২. শুধুমাত্র গ্রিন জোনগুলিতেই লকডাউন উঠে যাবে৷ রেড ও অরেঞ্জ জোনে লকডাউন চলবে৷
৩. বাড়ি থেকে বেরনোর ব্যাপারে বিধি নিষেধ শিথিল হয়ে যাবে৷ তবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকা জারি থাকবে৷
advertisement
৪. লকডাউন শেষ হওয়ার পরেও দিল্লি, মুম্বই, নয়ডা, ইনদওরের মতো এলাকায় নজরদারি চলবে৷ ওই এলাকাগুলিতে লকডাউন নিয়ম পালন বাধ্যতামূলক৷
৫. সূত্রের খবর, ১৫ মে-র পরে দেশে করোনা পরিস্থিতি কেমন, তার উপরে পরবর্তী রণনীতি ঠিক করবে কেন্দ্র৷
বাংলা খবর/ খবর/দেশ/
Lockdown| ৩ মে-র পরে আর নয় লকডাউন? তৈরি হয়ে গেল কেন্দ্রের এগজিট প্ল্যান!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement