ডায়না হেডেন মিস ওয়ার্ল্ড হওয়ার যোগ্য়ই নন! বিতর্কিত মন্তব্যে ফের ট্রোলড বিপ্লব দেব

Last Updated:

এমনকী ডায়না হেডেনও খেতাব পেয়েছিলেন (মিস ওয়ার্ল্ড)

#আগরতলা: বেলাগাম বিতর্কিত মন্তব্যের ধারা অব্যাহত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের৷ মহাভারতের পেনড্রাইভ বক্তব্যের পর এবার আপত্তিজনক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন মিস ওয়ার্ল্ড ডায়না হেডেনকে নিয়ে৷ বিপ্লবের মতে, ডায়না হেডেন মিস ওয়ার্ল্ড যোগ্য ছিলেন না৷ তিনি খেতাব জিতেছিলেন শুধুই বাণিজ্যিক কারণে৷
বৃহস্পতিবার আগরতলায় এক জনসভায় বক্তব্য রাখার সময় বিপ্লব বলেন, 'এমনকী ডায়না হেডেনও খেতাব পেয়েছিলেন (মিস ওয়ার্ল্ড)৷ দেখুন, আমার কথা শুনেই সকলে হাসছেন৷ ঐশ্বর্য রাই এই খেতাব জিতেছিলেন৷ উনি এই খেতাবরে জন্য উপযুক্ত৷ তিনি ভারতীয় নারী,সৌন্দর্যের প্রতীক৷ যেমন মা লক্ষ্মী, মা সরস্বতী৷ কিন্তু ডায়নাকে কোনও ভাবেই সেই পর্যায়ে ভাবা যায় না৷ উনি কি এই খেতাবের যোগ্য ছিলেন?' এদিন আন্তর্জাতিক ফ্যাশন, আন্তর্জাতিক বস্ত্রশিল্প ও কসমেটিক শিল্পের বিরুদ্ধে তোপ দেগে বিপ্লব ব্যাখ্যা দেন, ডায়নার খেতাব জয় সম্পূর্ণ বাণিজ্যিক ও বিজ্ঞাপনী কারণে৷
advertisement
বিপ্লবের মতে ভারত এখন আর সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেত পারে না তার প্রধান কারণ এই সব বিদেশি কসমেটিক সংস্থা এখন ভারতের বাজার ধরে ফেলেছে৷ প্রাচীন ভারতে মেথি জল, মুলতানি মাটির মধ্যেই ছিল ভারতীয় সৌন্দর্যের নির্যাস৷ সেই সব ভারতীয় ভেষজের আমাদের ভরসা রাখা উতিত৷ তিনি এড়িয়ে যান বর্তমান মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লরের প্রসঙ্গ৷
advertisement
advertisement
গত দু’সপ্তাহ ধরেই বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে বার বার ট্রোলড হচ্ছেন৷ কখনও মহাভারতের সময়ে পেনড্রাইভের উপস্থিতির কথা বলে, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক চিকিৎসা প্রয়োজন বলে সোশ্যাল মিডিয়ায় ‘বিজার বিপ্লব' নাম কুড়িয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ডায়না হেডেন মিস ওয়ার্ল্ড হওয়ার যোগ্য়ই নন! বিতর্কিত মন্তব্যে ফের ট্রোলড বিপ্লব দেব
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement