Hospitalized Uddhav Thackeray: অসুস্থ উদ্ধব ঠাকরে! হাসপাতালে ভর্তি শিবসেনা প্রধান, এখন কেমন আছেন? যা জানালেন ছেলে আদিত্য ঠাকরে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hospitalized Uddhav Thackeray: আদিত্য ঠাকরে এই বিষয়ে জানিয়েছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসপাতালে যাওয়া একটি পূর্ব পরিকল্পিত ঘটনা বই কিছু নয়। প্রবীণ শিবসেনা প্রধানের রুটিন চেক আপ ছিল এবং তিনি ভালই আছেন। যদিও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের হৃদযন্ত্রে কোনও রকম ব্লকেজ রয়েছে কিনা জানতে অ্যাঞ্জিওগ্রাফি করা হয়।
মুম্বই: হৃদযন্ত্রে সমস্যা। সোমবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, সোমবার সকাল ৮টা নাগাদ শারীরিক পরীক্ষার জন্য মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরেকে মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ঠাকরের ছেলে এবং দলের নেতা আদিত্য ঠাকরে এই বিষয়ে জানিয়েছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসপাতালে যাওয়া একটি পূর্ব পরিকল্পিত ঘটনা বই কিছু নয়। প্রবীণ শিবসেনা প্রধানের রুটিন চেক আপ ছিল এবং তিনি ভালই আছেন। যদিও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের হৃদযন্ত্রে কোনও রকম ব্লকেজ রয়েছে কিনা জানতে অ্যাঞ্জিওগ্রাফি করা হয়।
advertisement
advertisement
আদিত্য ঠাকরে তাঁর X- হ্যান্ডেলে লিখেছেন, “আজ সকালে, উদ্ধব ঠাকরে জি স্যার এইচএন রিলায়েন্স হাসপাতালে তাঁর স্বাস্থ্যের একটি রুটিন চেক আপ করিয়েছেন।” তিনি আরও লেখেন, “আপনাদের শুভকামনায়, ‘সব ঠিক আছে’, এবং প্রবীণ নেতা তাঁর নিয়মিত কাজ করতে এবং জনগণের সেবা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত”।
Shiv Sena (UBT) chief Uddhav Thackeray is unwell and is at Reliance Hospital for a check-up. He has a history of angioplasty and is currently undergoing tests to identify blockages in his heart arteries, with angiography likely to follow pic.twitter.com/FBXWIHpo14
— IANS (@ians_india) October 14, 2024
advertisement
প্রসঙ্গত, উদ্ধ্বব ঠাকরের এনজিওপ্লাস্টির ইতিহাস রয়েছে এবং বর্তমানে তাঁর হার্টে একটি ব্লকেজ শনাক্ত করা গিয়েছে। এনজিওগ্রাফি অনুসরণ করার সম্ভাবনা রয়েছে। হাসপাতাল থেকে আজই তাঁকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2024 4:37 PM IST