৬ দিনের পুলিশ হেফাজতে হানিপ্রীত
Last Updated:
#নয়াদিল্লি: ৬ দিনের পুলিশ হেফাজতে রাম রহিমের পালিতা কন্যা হানিপ্রীত। পুলিশ হেফাজতের নির্দেশ দিল পাঁচকুলা আদালত। গতকাল তাকে গ্রেফতারের পর রাতভর জেরা করা হয়। আজ আদালতে তোলার সময় তাকে ১৪ দিনের হেফাজত চায় পুলিশ।
অনেকদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাছিল পুলিশ ৷ মঙ্গলবার দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান হানিপ্রীত ইনসান ৷ তবে তা খারিজ হয়ে গিয়েছে ৷ বরং হানিপ্রীতকে আত্মসমর্পণ করতে বলে দিল্লি হাইকোর্ট।
রাম রহিমের গ্রেফতার হওয়ার পর এলাকায় হিংসা ছড়ানো, অশান্তিতে ইন্ধন অভিযোগ রয়েছে হানিপ্রীতের বিরুদ্ধে ৷ গ্রেফতারি থেকে পালিয়ে বেরাচ্ছেন তিনি তাই কোনওরকম জামিন তিনি পাবেন না ৷
advertisement
advertisement
হরিয়ানা পুলিশ হনিপ্রীতের আবেদনের প্রবল বিরোধিতা করে বলে, এটা ‘ফোরাম শপিং করার ছল’! ট্রানজিটে দিল্লি থেকে হরিয়ানা নিয়ে যাওয়ার সময় যাতে গ্রেফতার না করা হয় তাই হানিপ্রীত জামিনের আবেদন করেছেন ৷ প্রশ্ন উঠেছে যে হরিয়ানার বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন ৷ তার পঞ্জাব বা হরিয়ানা হাইকোর্টে আবেদন করা উচিৎ ছিল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2017 8:15 PM IST