Honeymoon Couple Missing:পাহাড়ি ঝর্নার পাশে পড়ে আছে স্কুটার, ব্যাগ! বিয়ের পর মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ নবদম্পতি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Honeymoon Couple Missing: পেশায় পরিবহণ ব্যবসায়ী এই যুবক এবং তাঁর স্ত্রীকে শেষ বার দেখা গিয়েছিল গত ২৩ মে৷ গুয়াহাটি হয়ে শিলঙে পৌঁছেছিলেন ওই দম্পতি৷
শিলং: বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ নবদম্পতি৷ চিরুনি তল্লাশি করেও মেলেনি তাঁদের সন্ধান৷ চাঞ্চল্যকর এই ঘটনা মেঘালয়ের৷ সম্প্রতি উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে হানিমুনে গিয়ে হারিয়ে গিয়েছেন মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা এক পরিবহণ ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী৷ এই নিয়ে গত দু’ মাসে দ্বিতীয় বার পর্যটক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটল মেঘালয়ের ইস্ট খাসি হিলসে৷
পেশায় পরিবহণ ব্যবসায়ী এই যুবক এবং তাঁর স্ত্রীকে শেষ বার দেখা গিয়েছিল গত ২৩ মে৷ গুয়াহাটি হয়ে শিলঙে পৌঁছেছিলেন ওই দম্পতি৷ তার পর একটি স্কুটার ভাড়া করে রওনা দিয়েছিলেন ৬০ কিলোমিটার দূরে চেরাপুঞ্জির সোহরা-য়৷ পর দিন তাঁদের ভাড়া করা স্কুটার পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল স্থানীয় গ্রাম সোহরারিমের কাছে৷ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে দু’জনের ব্যাগও৷
advertisement
পুলিশ তদন্তে জানতে পেরেছে গত ১১ মে রাজকীয় অনুষ্ঠানে বিয়ে করেন এই জুটি৷ তাঁদের মধুচন্দ্রিমা শুরু হয় ২০ মে৷ শিলঙে পৌঁছনর আগে গুয়াহাটির মা কামাখ্যা মন্দিরে পুজোও দেন এই দম্পতি৷ যুবকের মা রীনা রঘুবংশী জানিয়েছেন তাঁর সঙ্গে ছেলে এবং পুত্রবধূর কথা হয়েছিল গত ২৩ মে৷ এর পর আর কোনও যোগাযোগ হয়নি তাঁদের৷ ব্যবসায়ী এবং তাঁর স্ত্রীর মোবাইলে বার বার ফোন করেও মেলেনি উত্তর৷ গত ২৪ মে থেকে তাঁদের দু’জনের মোবাইল বন্ধ৷ এই পরিস্থিতিতে ব্যবসায়ীর পরিজনরা প্রথমে ভেবেছিলেন যে নেটওয়ার্কের সমস্যার জন্যই মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না৷ পরে তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে৷ এর পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷
advertisement
advertisement

সোহরার পুলিশ আধিকারিক জানিয়েছেন স্থানীয় এলাকার জঙ্গল, পাহাড়ের ঢাল, চড়াই, উতরাই সন্ধান করা হচ্ছে তন্নতন্ন করে৷ ঘন বন, গভীর খাদ এবং তীক্ষ্ণ ঢালের জন্য তল্লাশি পর্বে সমস্যা হচ্ছে৷ নিখোঁজ দম্পতির লাস্ট লোকেশন ছিল শিলঙের ওসরা পাহাড়৷ অত্যন্ত স্পর্শকাতর বলে পরিচিত এই এলাকায় একটি পাহাড়ি ঝোরার পাশে৷ কাছের একটি রিসর্ট অনেক দিন ধরেই অপরাধমূলক কাজের ডেরা বলে পরিচিত৷ সেটিকেও তদন্তের আওতায় আনা হয়েছে৷
advertisement

নিখোঁজ যুবকের আত্মীয়রা ইনদওর থেকে পৌঁছেছেন মেঘালয়ে৷ তাঁরা পুলিশকে সহযোগিতা করছেন তল্লাশিতে৷ স্থানীয় পর্যটন এজেন্সিতে যোগাযোগ করা হচ্ছে৷ সেখান থেকে জানানো হয়েছে ওই স্কুটার ভাড়া করে ওসরা পাহাড়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন দম্পতি৷ অপরাধমূলক কাজের জন্য বিতর্কিত ওই রিসর্টে তাঁরা গিয়েছিলেন বা ছিলেন কিনা, দেখা হচ্ছে৷
advertisement

প্রসঙ্গত এপ্রিল মাসে হাঙ্গেরির পর্যটক পুসকাস সোল্ট নিখোঁজ হয়ে যান মেঘালয়ে৷ নিখোঁজ হওয়ার ১২ দিন পর রামদাইত গ্রামের কাছে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ পুলিশের দাবি, তিনি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন৷ এই রহস্যমৃত্যুর পর পূর্ব খাসি পাহাড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে৷ পর্যটকদের কাছে আবেদন করা হয়েছে স্থানীয় গাইড ছাড়া পাহাড়ি জঙ্গল, পাহাড়ের ঢাল, নির্জন পাহাড়ি পাকদণ্ডীতে একা একা না যেতে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 4:46 PM IST