রাজ্যের নাম পরিবর্তনে নারাজ কেন্দ্র

Last Updated:

রাজ্যের নাম পরিবর্তনে সংবিধান সংশোধন নয় ৷ রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ৷

#নয়াদিল্লি: রাজ্যের নাম পরিবর্তনে সংবিধান সংশোধন নয় ৷ রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ৷ রাজ্যের নাম পরিবর্তন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানালেন লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, সংবিধান সংশোধন নয়, সব দিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে এমন কথাই বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ৷
সম্প্রতি রাজ্যের নাম পরিবর্তন করে কবে বাংলা করা হবে সেই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জবাব চেয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন ছিল, রাজ্যের নাম পরিবর্তন করতে কেন্দ্র কি অ্যামেন্ডমেন্ট বিল আনছে? এবং যদি এটা সত্যি হয় তাহলে তা কবে হবে? আর যদি সংশোধনী না আনা হয় তাহলে তাঁর কারণও জানতে চান ঋতব্রত ৷ তাঁর উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, এর জন্য কোনও সংশোধনী আনা হচ্ছে না তবে সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে ৷
advertisement
দিন কয়েক আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের নাম বাংলা করা হবে না ৷ কারণ, নাম পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধন করে যে বিল পাশ করানো দরকার তা হয়নি ৷ রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রের এই টালবাহানায় কার্যতই তাদের অনিচ্ছা প্রকাশ পাচ্ছে ৷ কিন্তু নাম পরিবর্তনে কেন্দ্রের লাভ-ক্ষতির অঙ্কটা এখনও পরিষ্কার নয়।
advertisement
advertisement
7cfdf172-780c-4344-94b6-f9d45158a3ad
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যের নাম পরিবর্তনে নারাজ কেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement