Indian Railways: রেলের পরিকাঠামো ঘাটতি নাকি নেপথ্যে ষড়যন্ত্র? নয়াদিল্লির মৃত্যুমিছিলে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে অমিত শাহ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Indian Railways: নয়াদিল্লির মর্মান্তিক ঘটনার পরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নয়াদিল্লি: নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ জন। মৃতদের মধ্যে অন্তত ১০ জন মহিলা এবং ৩ জন শিশুও রয়েছে বলে খবর৷ আরও অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ নয়াদিল্লির মর্মান্তিক ঘটনার পরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার অমিত শাহর বাসভবনে হয় এই বিশেষ বৈঠক। সূত্রের খবর, এখন রেলভবনে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন অশ্বিনী বৈষ্ণব। দিল্লি পুলিশের টিম এসে পৌঁছেছে নয়া দিল্লি স্টেশনে। ১২,১৩,১৪,১৫,১৬ নং স্টেশনের সিসিটিভি সংগ্রহ করা হয়েছে।
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, দিল্লির ঘটনার তদন্তের জন্য রেলমন্ত্রকের পক্ষ থেকে দুই সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা স্টেশন পরিদর্শন করতে আসেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সাক্ষ্যদের সঙ্গে কথা বলা হচ্ছে বলেও জানালেন কমিটির সদস্য।
সূত্রের খবর, দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা, স্পেশাল সিপি রবিন হিব্বু, স্পেশাল সিপি এলঅ্যান্ডও রবীন্দ্র যাদব এবং জয়েন্ট সিপি বিজয় সিং দিল্লি পুলিশের তৈরি প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে বৈঠকের জন্য নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে রেলওয়ে ডিসিপি অফিসে পৌঁছেছেন।
advertisement
প্রসঙ্গত, নয়াদিল্লির স্টেশনের ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ ট্রেন ধরতে জড়ো হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর৷ আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
advertisement
যাত্রীদের পোস্ট করা যে সমস্ত ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে দুর্ঘটনার ঠিক আগে নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়েছে৷ যদিও এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর প্রথমে রেলমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো কোনও ঘটনাই নাকি ঘটেনি৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও সমাজমাধ্যমে দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2025 12:57 PM IST