Holi Special Train TimeTable: দোলের ছুটিতে বেড়াতে যাচ্ছেন? যাত্রীদের চাপ সামলাতে দেশ জুড়ে চলছে একগুচ্ছ ট্রেন! জানুন

Last Updated:

Holi Special Train: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা ১৩ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে

বাড়তি সময়সূচি ঘোষণা করা হয়েছে
বাড়তি সময়সূচি ঘোষণা করা হয়েছে
কলকাতা: হোলি উৎসবের মরশুমে যাত্রীর বাড়তি ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা ১৩ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। ইতিমধ্যে, নারেঙ্গি-গোরখপুর জং.-নারেঙ্গি; কাটিহার – অমৃতসর – কাটিহার; কামাখ্যা – আনন্দ বিহার টার্মিনাল – কামাখ্যা; ডিব্রুগড় – নিউ জলপাইগুড়ি – ডিব্রুগড়; নিউ জলপাইগুড়ি – হাওড়া – নিউ জলপাইগুড়ি এবং আনন্দ বিহার টার্মিনাল – যোগবানি – আনন্দ বিহার টার্মিনাল রুটে চলাচল করা ০৮ জোড়া ট্রেনের বিবরণ ঘোষণা করা হয়েছে।
অতিরিক্তভাবে, আরও ০৫ জোড়া স্পেশাল ট্রেন মুম্বই সেন্ট্রাল – কাটিহার – মুম্বই সেন্ট্রাল; শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ; চের্লাপল্লী – নাহরলগুন – চের্লাপল্লী, উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ – উদয়পুর সিটী এবং টাটা – কাটিহার – টাটা রুটে চালু করা হবে।স্পেশাল ট্রেন নং. ০৯১৮৯ (মুম্বই সেন্ট্রাল – কাটিহার) ০৮ থেকে ২৯ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত প্রত্যেক শনিবারে রওনা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৯১৯০ (কাটিহার – মুম্বই সেন্ট্রাল) ১১ মার্চ থেকে ০১ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবারে রওনা দেবে।স্পেশাল ট্রেন নং. ০৩১০৫ (শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি) রবিবার ও মঙ্গলবার অর্থাৎ ১৬ ও ১৮ মার্চ, ২০২৫ তারিখে রওনা দিবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৩১০৬ (নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ) সোমবার ও বুধবার অর্থাৎ ১৭ ও ১৯ মার্চ, ২০২৫ তারিখে রওনা দেবে।
advertisement
আরও পড়ুন : যাত্রীদের জন্য বড় খবর! টিকিটের কিউআর কোড থেকে অত্যাধুনিক লাউঞ্জ! ভোল পাল্টাচ্ছে এই রেলস্টেশন
স্পেশাল ট্রেন নং. ০৭০৪৬ (চের্লাপল্লী – নাহরলগুন) ০৮ মার্চ, ২০২৫ তারিখ শনিবারে রওনা দেবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৭০৪৭ (নাহরলগুন – চের্লাপল্লী) ১১ মার্চ, ২০২৫ তারিখ মঙ্গলবারে রওনা দেবে। স্পেশাল ট্রেন নং. ০৯৬২৩ (উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ) ১১ ও ১৮ মার্চ, ২০২৫ তারিখে অর্থাৎ মঙ্গলবারে রওনা দিবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৯৬২৪ (ফরবেসগঞ্জ – উদয়পুর সিটি) ১৩ ও ২০ মার্চ, ২০২৫ তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে রওনা দেবে। স্পেশাল ট্রেন নং. ০৮১৮১ (টাটা – কাটিহার) ১২ মার্চ, ২০২৫ তারিখ বুধবারে রওনা দিবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৮১৮২ (কাটিহার – টাটা) ১৩ মার্চ, ২০২৫ তারিখ বৃহস্পতিবার রওনা দেবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Holi Special Train TimeTable: দোলের ছুটিতে বেড়াতে যাচ্ছেন? যাত্রীদের চাপ সামলাতে দেশ জুড়ে চলছে একগুচ্ছ ট্রেন! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement