Holi In Vrindavan: হাজার হাজার ভক্ত হাজির, বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের হোলির রঙিন ভিডিও

Last Updated:

প্রতি বছরের মতো বৃন্দাবনেও হোলি (Holi In Vrindavan) উৎসব পালন হয়েছে৷ ধুম দেখা যাচ্ছে ব্রজভূমিতে৷ বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে (Banke Bihari Temple) হর্ষ -উৎসবে হোলি মানানো হয়েছে৷

watch holi celebration video from vrindavan's banke bihari temple
watch holi celebration video from vrindavan's banke bihari temple
#মথুরা: সারা দেশে হোলি উৎসব  (Holi 2022)  পালন হচ্ছে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে৷ রঙ , আবির লাগিয়ে পালন করা হচ্ছে হোলি  (Holi )৷ শ্রীকৃষ্ণের সঙ্গে দোলের সম্পর্ক খুবই গভীর৷ তাই তাঁর লীলাভূমি মথুরা, বৃন্দাবনে ধুম করে দোল উৎসব পালন হয়৷ প্রতি বছরের মতো বৃন্দাবনেও হোলি (Holi In Vrindavan) উৎসব পালন হয়েছে৷ ধুম দেখা যাচ্ছে ব্রজভূমিতে৷ বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে  (Banke Bihari Temple)  হর্ষ -উৎসবে হোলি মানানো হয়েছে৷ এই সময়ে হাজারে হাজারে ভক্তরা রঙ ও গুলালের সঙ্গে হোলি খেলছেন এবং একে অপরকে হোলির শুভকামনা জানিয়েছেন৷
হোলির মান্যতা এই যে ভগবান শ্রী কৃষ্ণের সময় থেকে যখন থেকে রঙ ও আবীরের খেলায় মাতোয়ারা হয় দুনিয়া৷ এই পরম্পরা শত শত বছরের পুরনো৷ বলা হয় যে শ্রীকৃষ্ণ মথুরায় রঙের সঙ্গে হোলি খেলতেন৷ আর বন্দাবন ও গোকুলে বন্ধুদের সঙ্গে দোল খেলতেন৷  এরপরেই হোলি সারা ভারতে খেলা শুরু হয়ে যায়৷
advertisement
advertisement
বৃন্দাবনে হোলি উৎসব একেবারে আলাদা রকমের৷ এক সপ্তাহ সেখানে হোলি খেলা হয়৷ হোলিকা দহনের পর বাঙ্কে বিহারী মন্দিরের প্রাঙ্গন থেকে শুরু করে সাত রকমের হোলি খেলা হয়৷ হাজার হাজার ভক্তরা নিজেদের মধ্যে রঙ খেলায় মাতোয়ারা ছিলেন আর হাইড্রোলিক পিচকারির সঙ্গে রঙ সকলের ওপর বর্ষণ করা হচ্ছিল৷ আর তার সঙ্গে গান গাওয়া হচ্ছিল৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে হোলির শুভকামনা জানিয়েছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোলি উৎসবের জন্য দেশবাসীকে হোলির শুভকামনা জানিয়েছেন৷ উৎসবের মহলে রঙ খুশি আনুক এই প্রার্থনা করেছেন তিনি৷ তিনি ট্যুইট করেছেন, ‘‘আপনাদের সকলকে হার্দিক শুভকামনা৷ নিজেদের মধ্যে ভালবাসা, স্নেহ ও ভাতৃত্বের প্রতীক এই রঙের উৎসবে সকলের জীবনে খুশির রঙ লাগায়৷ ’’
advertisement
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হোলির সময়ে  সতমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি বলেছেন, হোলির পবিত্র অবসরে দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনাষ রঙের পর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন বাড়াক৷
বাংলা খবর/ খবর/দেশ/
Holi In Vrindavan: হাজার হাজার ভক্ত হাজির, বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের হোলির রঙিন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement