Holi In Vrindavan: হাজার হাজার ভক্ত হাজির, বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের হোলির রঙিন ভিডিও

Last Updated:

প্রতি বছরের মতো বৃন্দাবনেও হোলি (Holi In Vrindavan) উৎসব পালন হয়েছে৷ ধুম দেখা যাচ্ছে ব্রজভূমিতে৷ বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে (Banke Bihari Temple) হর্ষ -উৎসবে হোলি মানানো হয়েছে৷

watch holi celebration video from vrindavan's banke bihari temple
watch holi celebration video from vrindavan's banke bihari temple
#মথুরা: সারা দেশে হোলি উৎসব  (Holi 2022)  পালন হচ্ছে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে৷ রঙ , আবির লাগিয়ে পালন করা হচ্ছে হোলি  (Holi )৷ শ্রীকৃষ্ণের সঙ্গে দোলের সম্পর্ক খুবই গভীর৷ তাই তাঁর লীলাভূমি মথুরা, বৃন্দাবনে ধুম করে দোল উৎসব পালন হয়৷ প্রতি বছরের মতো বৃন্দাবনেও হোলি (Holi In Vrindavan) উৎসব পালন হয়েছে৷ ধুম দেখা যাচ্ছে ব্রজভূমিতে৷ বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে  (Banke Bihari Temple)  হর্ষ -উৎসবে হোলি মানানো হয়েছে৷ এই সময়ে হাজারে হাজারে ভক্তরা রঙ ও গুলালের সঙ্গে হোলি খেলছেন এবং একে অপরকে হোলির শুভকামনা জানিয়েছেন৷
হোলির মান্যতা এই যে ভগবান শ্রী কৃষ্ণের সময় থেকে যখন থেকে রঙ ও আবীরের খেলায় মাতোয়ারা হয় দুনিয়া৷ এই পরম্পরা শত শত বছরের পুরনো৷ বলা হয় যে শ্রীকৃষ্ণ মথুরায় রঙের সঙ্গে হোলি খেলতেন৷ আর বন্দাবন ও গোকুলে বন্ধুদের সঙ্গে দোল খেলতেন৷  এরপরেই হোলি সারা ভারতে খেলা শুরু হয়ে যায়৷
advertisement
advertisement
বৃন্দাবনে হোলি উৎসব একেবারে আলাদা রকমের৷ এক সপ্তাহ সেখানে হোলি খেলা হয়৷ হোলিকা দহনের পর বাঙ্কে বিহারী মন্দিরের প্রাঙ্গন থেকে শুরু করে সাত রকমের হোলি খেলা হয়৷ হাজার হাজার ভক্তরা নিজেদের মধ্যে রঙ খেলায় মাতোয়ারা ছিলেন আর হাইড্রোলিক পিচকারির সঙ্গে রঙ সকলের ওপর বর্ষণ করা হচ্ছিল৷ আর তার সঙ্গে গান গাওয়া হচ্ছিল৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে হোলির শুভকামনা জানিয়েছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোলি উৎসবের জন্য দেশবাসীকে হোলির শুভকামনা জানিয়েছেন৷ উৎসবের মহলে রঙ খুশি আনুক এই প্রার্থনা করেছেন তিনি৷ তিনি ট্যুইট করেছেন, ‘‘আপনাদের সকলকে হার্দিক শুভকামনা৷ নিজেদের মধ্যে ভালবাসা, স্নেহ ও ভাতৃত্বের প্রতীক এই রঙের উৎসবে সকলের জীবনে খুশির রঙ লাগায়৷ ’’
advertisement
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হোলির সময়ে  সতমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি বলেছেন, হোলির পবিত্র অবসরে দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনাষ রঙের পর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন বাড়াক৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Holi In Vrindavan: হাজার হাজার ভক্ত হাজির, বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের হোলির রঙিন ভিডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement