হোম /খবর /দেশ /
'ওঁর কাজ মানুষের হৃদয় ছুঁয়ে যায়,' বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ট্যুইট মোদির

'ওঁর কাজ মানুষের হৃদয় ছুঁয়ে যায়,' বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ মোদির

বাসু চট্টোপাধ্যায় ও নরেন্দ্র মোদি

বাসু চট্টোপাধ্যায় ও নরেন্দ্র মোদি

মোদি লিখলেন, বাসু চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি বরাবরই মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: বর্ষীয়ান পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের (Basu Chatterjee) মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ মোদি লিখলেন, বাসু চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি বরাবরই মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে৷

ট্যুইটারে মোদি লেখেন, 'বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে দুঃখ পেলাম৷ ওঁর কাজ দুর্দান্ত ও সংবেদনশীল৷ বরাবর মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়৷ মানুষের জীবনের লড়াই, কঠিন ও সরল আবেগগুলির মিশেল ফুটে ওঠে ওঁর সিনেমায়৷ বর্ষীয়ান পরিচালকের প্রয়াণে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমব্যথী৷ ওম শান্তি৷'

বার্ধক্যজনিত অসুস্থতা দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন বাসু চট্টোপাধ্যায়৷ বৃহস্পতিবার মুম্বইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৩ বছর। বলিউডের সেরা বাঙালি পরিচালকদের মধ্যে অন্যতম বাসু চট্টোপাধ্যায়৷

১৯২৭ সালের ১০ জানুয়ারি রাজস্থানের আজমের শহরে জন্মগ্রহণ করেন বাসু চট্টোপাধ্যায়। তাঁরা ছিলেন চার ভাই। ছোট থেকেই সিনেমা দেখার খুব আগ্রহ ছিল। তবে প্রথম জীবনে মুম্বই থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক ট্যাবলয়েডে কার্টুনিস্ট হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়।

Published by:Arindam Gupta
First published:

Tags: Basu Chatterjee, Narendra Modi