'ওঁর কাজ মানুষের হৃদয় ছুঁয়ে যায়,' বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ মোদির
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মোদি লিখলেন, বাসু চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি বরাবরই মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে৷
#নয়াদিল্লি: বর্ষীয়ান পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের (Basu Chatterjee) মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ মোদি লিখলেন, বাসু চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি বরাবরই মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে৷
Sad to hear of the demise of Shri Basu Chatterjee. His works are brilliant and sensitive. It touched people's hearts and represented the simple and complex emotions, as well as struggles of people. Condolences to his family and innumerable fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 4, 2020
advertisement
advertisement
ট্যুইটারে মোদি লেখেন, 'বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে দুঃখ পেলাম৷ ওঁর কাজ দুর্দান্ত ও সংবেদনশীল৷ বরাবর মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়৷ মানুষের জীবনের লড়াই, কঠিন ও সরল আবেগগুলির মিশেল ফুটে ওঠে ওঁর সিনেমায়৷ বর্ষীয়ান পরিচালকের প্রয়াণে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমব্যথী৷ ওম শান্তি৷'
বার্ধক্যজনিত অসুস্থতা দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন বাসু চট্টোপাধ্যায়৷ বৃহস্পতিবার মুম্বইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৩ বছর। বলিউডের সেরা বাঙালি পরিচালকদের মধ্যে অন্যতম বাসু চট্টোপাধ্যায়৷
advertisement
১৯২৭ সালের ১০ জানুয়ারি রাজস্থানের আজমের শহরে জন্মগ্রহণ করেন বাসু চট্টোপাধ্যায়। তাঁরা ছিলেন চার ভাই। ছোট থেকেই সিনেমা দেখার খুব আগ্রহ ছিল। তবে প্রথম জীবনে মুম্বই থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক ট্যাবলয়েডে কার্টুনিস্ট হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2020 4:07 PM IST