পেয়ালায় গো-মূত্র! করোনা মারতে পার্টির আয়োজন করছে হিন্দু মহাসভা, থাকছে ঘুঁটে, গোবরের ধুপকাঠি

Last Updated:

এবারে যা বললেন, তা একেবারে অন্যরকম৷

#নয়া দিল্লি: একজন বলেছিলেন নিয়মিত যোগাসন করলে কেটে যাবে করোনা আতঙ্ক৷ আর হিন্দু মহাসভার প্রধান চক্রপাণি মহারাজ বলেছিলেন, করোনা আসলে অবতার৷ তিনি আমিষভোজীদের শাস্তি দিতে এসেছেন৷ কিন্তু এবারে যা বললেন, তা একেবারে অন্যরকম৷ এবাবে হিন্দু মহাসভার সভাপতি যা বললেন, তাতে কে যে তার সমর্থনে পাশে দাঁড়াবেন, সেটাই দেখার৷
কী বলেছেন তিনি৷ একটি জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চক্রপাণি মহারাজ বলেছেন, করোনা ভাইরাস আটকাতে চা চক্রের মতো তিনি গোমূত্র চক্রের আয়োজন করছেন৷ এই গোমূত্র পার্টিতে করোনাভাইরাস কী, এবং কীভাবে গোজাত পণ্য করোনাকে আটকাতে পারবে, সে বিষয়ে সাধারণ মানুষে তাঁরা বোঝাবেন৷ তিনি আরও জানিয়েছেন, এই গোমূত্র চক্রগুলিতে আলাদা করে গোমূত্র বিলি করার জন্য একটি কাউন্টার থাকবে৷ সেই কাউন্টার থেকে গো মূত্র বিলি করা হবে৷ মানে, গ্লাসে ঢেলে দেওয়া হবে গোমূত্র, আর সেই পার্টিতেই গোমূত্র পান করতে পারবেন অংশগ্রহণকারীরা৷
advertisement
এখানে অন্য গো-জাত দ্রব্যও পাওয়া যাবে৷ সেগুলির মধ্যে রয়েছে ঘুঁটে ও গোবরের তৈরি ধুপকাঠি৷ আর এসব ব্যবহার করলেই নাকি সেরে যাবে করোনা ভাইরাস৷
advertisement
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন গোশালার সঙ্গে যৌথভাবে এই গোমূত্র পার্টি আয়োজন করা হবে বলে জানিয়েছেন চক্রপাণি৷ তবে প্রাথমিকভাবে দিল্লিতে হিন্দু মহাসভার প্রধান দপ্তরে এই গোমূত্র পার্টি আয়োজন করা হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
পেয়ালায় গো-মূত্র! করোনা মারতে পার্টির আয়োজন করছে হিন্দু মহাসভা, থাকছে ঘুঁটে, গোবরের ধুপকাঠি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement