Viral Video: ভাঙা ভাঙা হিন্দিতে মিষ্টি ঘোষণা! যাত্রীর আবদার রাখতে ফ্লাইট ক্যাপ্টেন যা করলেন, তুমুল মজা পেলেন নেটিজেনরা
- Published by:Satabdi Adhikary
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
প্রদীপ কৃষ্ণণ নিজেও একজন কনটেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামে নানা রকমের ভিডিও পোস্ট করে থাকেন। এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “খুব মিষ্টি একজন যাত্রী আমাকে হিন্দিতে ঘোষণা করতে বললেন। ইন্ধা ভেচুকো। আমি খুব চেষ্টা করেছি।’’
চেন্নাই: চেন্নাই থেকে মুম্বইগামী একটি ইন্ডিগো ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন প্রদীপ কৃষ্ণণ নামের এক তামিলনাড়ুর বাসিন্দা। ইন-ফ্লাইট ঘোষণা করছিলেন তিনি। ইংরেজিতেই বলছিলেন। আচমকাই এক যাত্রী তাঁর কাছে আবদার করে বসেন, ‘হিন্দিতে বলুন’।
তারপর আর কী! প্রদীপ কৃষ্ণণ হিন্দি বললেন। বলা ভাল চেষ্টা করলেন। হিন্দি তিনি জানেন। তবে সড়গড় নন। যাত্রীর আবদার রাখতে ভাঙা ভাঙা হিন্দিতেই ইন ফ্লাইট ঘোষণা করলেন তিনি। ইনস্টাগ্রামে নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন প্রদীপ।
ভিডিওয় প্রদীপকে বলতে শোনা যাচ্ছে, “নমস্কার। আমার নাম প্রদীপ কৃষ্ণণ। আমার ফার্স্ট অফিসারের নাম বালা। আমাদের লিডের নাম প্রিয়াঙ্কা। আমরা আজ চেন্নাই থেকে মুম্বই যাব। ৩৫ হাজার ফুট উচ্চতায় বিমান উড়বে। ১৫০০ মিটারের দূরত্ব। সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট। যাত্রাপথে টার্বুলেন্স হতে পারে। সবাই সিট বেল্ট লাগান। আমিও লাগাব। ধন্যবাদ।’’
advertisement
advertisement
আরও পড়ুন: কতদূর এগিয়েছে কাজ, কোথায় কোথায় জটিলতা? নজরে ১০ প্রকল্প, রাজ্যে ফের আসছে কেন্দ্রের পর্যবেক্ষক দল!
প্রদীপ কৃষ্ণণ নিজেও একজন কনটেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামে নানা রকমের ভিডিও পোস্ট করে থাকেন। এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “খুব মিষ্টি একজন যাত্রী আমাকে হিন্দিতে ঘোষণা করতে বললেন। ইন্ধা ভেচুকো। আমি খুব চেষ্টা করেছি।’’
advertisement
advertisement
ভিডিওটিতে এখনও পর্যন্ত ১.৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। প্রদীপকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এক ইউজার লিখেছেন, “আপনার ঘোষণাও খুব মিষ্টি হয়েছে।’’ আরেকজন উৎসাহের সঙ্গে লিখেছেন, “আমার ফ্লাইটেও এটা শুনতে চাই। ব্যাপক মজা হবে।’’
প্রদীপের হিন্দি শুনে বিমানে উপস্থিত যাত্রীদের কী প্রতিক্রিয়া, তা জানতে চেয়েছেন অনেকেই। রীতিমতো অভিযোগের সুরেই এক ইউজার লিখেছেন, “যাত্রীদের প্রতিক্রিয়া নিয়ে একটা ভিডিও বানানো উচিত ছিল আপনার…মিস করছি…ইস আমিও যদি ওই ফ্লাইটে থাকতাম…।’’
advertisement
আরও পড়ুন: ‘রাস্তায় দাঁড়িয়ে খালি জাস্টিস চাই বললেই হয় না,’ স্পিকার বিমানের মুখে হঠাৎ কেন এমন কথা? বার্তা জুনিয়র চিকিৎসকদের
প্রদীপের চেষ্টার প্রশংসাও করেছেন অনেকে। একজন লিখেছেন, “ভাল চেষ্টা। ধন্যবাদ ক্যাপ্টেন।’’ আরেকজন লিখেছেন, “দারুন। হিন্দি স্বয়ংসম্পূর্ণ একটা ভাষা। প্রকৃত হিন্দি বলা সহজ নয়। আপনি চমৎকার চেষ্টা করেছেন। সাবাশ ক্যাপ্টেন।’’ ভাঙা হিন্দি নিয়ে মজাও করেছেন কয়েকজন ইউজার। ঠাট্টা করে একজন লিখেছেন, “আপনার হিন্দি আমার ইংরেজির মতো। একেবারে ফাটাফাটি।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Chennai,Tamil Nadu
First Published :
September 05, 2024 1:56 PM IST

