Himant Biswa Sarma: লোকসভা ভোটের পরই রাহুল গান্ধিকে গ্রেফতার! হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর

Last Updated:

এ দিন গুয়াহাটিতে রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়৷

রাহুল গান্ধিকে হুঁশিয়ারি হিমন্ত বিশ্বশর্মার৷ ছবি- পিটিআই
রাহুল গান্ধিকে হুঁশিয়ারি হিমন্ত বিশ্বশর্মার৷ ছবি- পিটিআই
গুয়াহাটি: এবার রাহুল গান্ধিকে গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ এ দিন রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় অসমের গুয়াহাটিতে৷ পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী, সমর্থকদের ধস্তাধস্তিও হয়৷
এই ঘটনার পরই রাহুলকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, পুলিশকর্মীদের আক্রমণ করার জন্য জনতাকে উস্কানি দিয়েছেন রাহুল গান্ধি৷ এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধির বক্তব্যের ভিডিও দিয়ে হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘রাহুল গান্ধি এবং জিতেন্দ্র সিং কীভাবে অসম পুলিশের জওয়ানদের আক্রমণ করার জন্য জনতাকে উস্কানি দিয়েছেন, সেই প্রমাণ সামনে আসছে৷ আমাদের জওয়ানরা জনতার সেবা করেন, কোনও রাজ শাহি পরিবারের নয়৷ নিশ্চিন্তে থাকুন, আইনের হাত অনেক লম্বা, আপনাকে ধরে ফেলবেই৷’
advertisement
advertisement
অন্য এক জায়গায় আরও সুর চড়িয়ে অসমের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, গুয়াহাটিতে হিংসা ছড়ানোয় প্ররোচনা দেওয়া এবং আইন অমান্যের জন্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধিকে গ্রেফতার করা হবে৷ এই মন্তব্য করার আগেই অবশ্য রাহুল গান্ধির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য পুলিশকে নির্দেশ দেন হিমন্ত বিশ্বশর্মা৷
advertisement
এ দিন গুয়াহাটিতে রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়৷ রাহুলের পদযাত্রা গুয়াহাটি শহরের ভিতরে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ৷ এর পরেই কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়৷
রাহুল গান্ধিও অবশ্য পাল্টা অভিযোগ করেছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশেই পুলিশ তাঁর পদযাত্রায় বাধা দিয়েছে৷ অসমরে মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ করেন রাহুল গান্ধি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Himant Biswa Sarma: লোকসভা ভোটের পরই রাহুল গান্ধিকে গ্রেফতার! হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement