Cloudburst At Himachal Pradesh's Solan: মেঘভাঙা বৃষ্টিতে নিহত ৭, বর্ষার রুদ্ররূপে ধস, হড়পাবানে ঘরবাড়ি ভেসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ

Last Updated:

Cloudburst At Himachal Pradesh's Solan: সোলান জেলায় মামলিঘ গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। বিপর্যস্ত পরিস্থিতি থেকে উদ্ধার করা হয়েছে ৬ জনকে।

মামলিঘ গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন
মামলিঘ গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন
সোলান : বর্ষার রুদ্ররূপ চলছে হিমাচল প্রদেশ জুড়ে। এই রাজ্যের সোলান জেলায় মামলিঘ গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। বিপর্যস্ত পরিস্থিতি থেকে উদ্ধার করা হয়েছে ৬ জনকে। নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। ক্ষতিগ্রস্তদের প্রতি উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর দফতর থেকে ট্যুইটে জানানো হয়েছে ‘সোলান জেলায় ধাওলা সাব তহশিলে জাদোন গ্রামে মর্মান্তিক মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন ৭ জন। শোকগ্রস্ত পরিবারদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে আপনাদের যন্ত্রণা ও দুঃখ আমরা ভাগ করে নেব।’’
advertisement
হিমাচলের পার্বত্য অংশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারের বিএড-সহ স্নাতকোত্তরের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ভারী বর্ষণের জেরে হিমাচল জুড়ে ভেঙে পড়েছে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা। সড়ক পরিবহণ, বিদ্যু‍ত এবং পানীয় জল-সহ বিভিন্ন জরুরি পরিষেবা অক্ষুণ্ণ রাখার জন্য সংশ্লিষ্ট কর্মীদের কাছে আবেদন রাখা হয়েছে।
advertisement
advertisement
আবহাওয়া দফতর জানিয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বর্ষণের কারণ পশ্চিমী ঝঞ্ঝা। হিমালয়ের পাদদেশে অবস্থান করছে বর্ষণরেখা। একইসঙ্গে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব। সোমবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে চাম্বা, কাংড়া, হামিরপুর, মান্ডি, বিলাসপুর, সোলান, শিমলা, কুল্লু এবং সিরমৌর জেলার বিভিন্ন অংশে।
advertisement
প্রসঙ্গত চলতি বর্ষার মরশুমে বর্ষণ ও ধসের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ। সরকারি আধিকারিকরা জানিয়েছেন এখনও পর্যন্ত ৭০২০.২৮ কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসেব করা গিয়েছে। গত ২৪ জুন থেকে হিমাচল প্রদেশে চলছে বর্ষার দাপট। এখনও পর্যন্ত ধস, হড়পাবান-সহ নানা কারণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫৭ জন। প্রবল বর্ষণে ধসে গিয়েছে ১৩৭৬ টি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৯৩৫ টি বাড়ি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত এ রাজ্যে ৯০ টি ধস ও ৫৫ টি হড়পা বানের ঘটনা ঘটেছে। ২টি জাতীয় সড়ক-সহ ৪৫০ টি রাস্তা এখনও বন্ধ। বিপর্যস্ত বিদ্যু‍ৎ ও পানীয় জল পরিষেবা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cloudburst At Himachal Pradesh's Solan: মেঘভাঙা বৃষ্টিতে নিহত ৭, বর্ষার রুদ্ররূপে ধস, হড়পাবানে ঘরবাড়ি ভেসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement