Himachal Pradesh Cloud Burst: হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি...কুলু-মানালি-ধর্মশালায় ভয়াবহ অবস্থা, ফুঁসছে স্রোত, নিখোঁজ বহু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিজেপি বিধায়ক সুরেন্দ্র শৌরি বলেন, সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মানুষকে নদীর কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
হিমাচল প্রদেশ: মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা হিমাচল প্রদেশে{ একাধিক এলাকায় কাদা-জলের হড়পা বান৷ কাংড়া জেলায় ইতিমধ্যেই ১০ জন নিখোঁজ৷ উদ্ধার করা হয়েছে দু’জনের মৃতদেহ৷ কাংড়ার ডেপুটি কমিশনার হেমরাজ বৈরওয়া বলেন, ‘‘এখনও পর্যন্ত, আমরা দুটি মৃতদেহ উদ্ধার করেছি, এবং বুধবার কাংড়ায় ভেসে যাওয়া লোকদের খুঁজে বের করার চেষ্টা এখনও চলছে। হতাহতরা ধর্মশালার কাছে একটি ছোট জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন। আমরা ঠিকাদারকে প্ল্যান্টে নিযুক্ত শ্রমিকদের একটি বিস্তারিত তালিকা চেয়েছি৷’’
আধিকারিকেরা জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টিতে কুলুতেও আচমকা বন্যা পরিস্থিতি উপস্থিত হয়েছে৷ একটি স্কুল, বেশ কয়েকি বাড়ি এমনকি, ৩ জন মানুষও হড়পা বানে ভেসে গিয়েছেন বলে সূত্রের খবর।
কুলু জেলার জিভা নালা, রেহলা বিহাল এবং গাদসা এলাকার শিলাগড়ে তিনটি হড়পা বানেগর ঘটনা ঘটেছে। হড়পা বানের সময়, তিনজন ব্যক্তি তাঁদের বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন৷ কিন্তু, তখনই বানে ভেসে যান এবং বর্তমানে নিখোঁজ।
advertisement
advertisement
VIDEO | Himachal Pradesh: Car washed away, three missing as cloudbursts trigger flash floods in Kullu district.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/zGf52cQw7e
— Press Trust of India (@PTI_News) June 25, 2025
advertisement
বন্যার যে ভয়াবহ দৃশ্য সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ি কাদা জলে ভেসে যাচ্ছে। কুল্লুর অতিরিক্ত জেলা কমিশনার (এডিসি) অশ্বিনী কুমারের মতে, জেলার মানালি এবং বানজারেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছেন এবং অভিযান চালানো হচ্ছে।
মণিকরণ উপত্যকার ব্রহ্মগঙ্গা নালায় হঠাৎ জল বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বাড়িতে নিমজ্জিত এবং যদি জল শীঘ্রই না নেমে আসে তবে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।
advertisement
VIDEO | Flash flood hits Sainj Valley in Kullu. Road connectivity cut off.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/ig4R4RnluX
— Press Trust of India (@PTI_News) June 25, 2025
বিজেপি বিধায়ক সুরেন্দ্র শৌরি বলেন, সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মানুষকে নদীর কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
advertisement
তিনি সাংবাদিকদের বলেন, “সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে সাইঞ্জ, তীর্থান এবং গারসা উপত্যকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সাইঞ্জ স্রোত উপচে পড়ছে। আমি অনুরোধ করছি মানুষ যেন নদী ও ঝর্ণার কাছে না যান… তীর্থানে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। গারসার কাছে একটি সেতু ভেসে গেছে৷”
advertisement
বিয়াস ও শতদ্রু নদীর জলস্তর বেড়ে গেছে। এদিকে, লাহৌল ও স্পিতির পুলিশ জানিয়েছে, ভূমিধস, পাথর পড়া এবং ড্রেন উপচে পড়ার কারণে কাজা থেকে সামদোহ যাওয়ার রাস্তা বেশ কয়েক জায়গায় বন্ধ হয়ে গেছে।

Location :
Himachal Pradesh
First Published :
June 26, 2025 10:59 AM IST