Sukhu Samosa Row: মুখ্যমন্ত্রীর শিঙাড়া খেলো কে? তোলপাড় ঘরে বাইরে, তদন্তে CID, তুলকালাম হিমাচলে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সূক্ষ্মের জন্য নিয়ে আসা শিঙ্গাড়া এবং কেক ভুল করে তাঁর সুরক্ষায় থাকা নিরাপত্তাকর্মীদের দিয়ে দেওয়াকে কেন্দ্র করে বিবাদ চরমে উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সিআইডির তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন সুখবিন্দর। এই ঘটনাকে 'সরকার বিরোধী' বলেও দাবি করেছেন তিনি।
শিমলা: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সূক্ষ্মের জন্য নিয়ে আসা শিঙ্গাড়া এবং কেক ভুল করে তাঁর সুরক্ষায় থাকা নিরাপত্তাকর্মীদের দিয়ে দেওয়াকে কেন্দ্র করে বিবাদ চরমে উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সিআইডির তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন সুখবিন্দর। এই ঘটনাকে ‘সরকার বিরোধী’ বলেও দাবি করেছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ২১ অক্টোবর সিআইডি হেডকোয়াটারে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান হিমাচলের মুখ্যমন্ত্রী। সেখানেই এই ঘটনাটি ঘটে। ওই এলাকার লক্কড় বাজারের রেডিশন ব্লু থেকে সিঙ্গারা এবং কেক নিয়ে আনা হয়। এরপরেই শিঙ্গাড়া ‘ঠিক’ জায়গায় না পৌঁছানোয় রেগে যান সুখবিন্দর। এরপরেই ডিএসপি পর্যায়ের তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, এসআই, এএসআই এবং হেড কন্সটেবেল যারা ওই হোটেল থেকে খাবার এনেছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এই বিষয়ে ইতিমধ্যেই এক মহিলা ইনস্পেকটর যাকে মুখ্যমন্ত্রীর আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
advertisement
সবথেকে মজার ব্যাপার হল, সিআইডির পক্ষ থেকে এই গোটা বিষয়টিকে ‘সরকার বিরোধী’ বলে আখ্যায়িত করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট কোনও অভিপ্রায় থেকেই এই গোটা কর্মকাণ্ড ঘটানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 08, 2024 7:41 PM IST

