গত তিনমাসে কী ঘটেছে সমাজবাদী পার্টির অন্দরে ? একনজরে দেখে নিন

Last Updated:

উত্তরপ্রদেশে সমাজবাদীর পার্টির অন্দরে চলছে কোন্দল ৷ চলছে মন্ত্রী বহিষ্কারের পালা৷ তবে এই ঘটনা হঠাৎ নয় ৷ ইঙ্গিত ছিল গত

#লখনউ: উত্তরপ্রদেশে সমাজবাদীর পার্টির অন্দরে চলছে কোন্দল ৷ চলছে মন্ত্রী বহিষ্কারের পালা৷ তবে এই ঘটনা হঠাৎ নয় ৷ ইঙ্গিত ছিল গত কয়েকমাসে আগে থেকেই ৷
১৫ অগস্ট: কাওমি একতা দল (কিউএডি) কোমর বেঁধে নেমে পড়েন সমাজবাদী পার্টি সঙ্গে যোগসূত্র তৈরি করতে ৷ অখিলেশ যাদব প্রথমে এই যোগসূত্র মেনে নেননি ৷ এই দলের নেতৃত্ব গ্যাংস্টার-রাজনীতিক মুখতার আনসারির সঙ্গে অখিলেশ যাদব বৈঠক তিনদিন পর অখিলেশ সিদ্ধান্ত পরিবর্তন করে ৷ এর ফলে মুলায়ম সিং যাদব পার্টি থেকে সরে যাওয়ার কথা বলেন৷ যা এই নির্বাচনের পরিবেশে সমালোচনার ঝড় বয়ে নিয়ে যায় ৷
advertisement
১৩ সেপ্টেম্বর: শিবপাল যাদবের আধিকারিক দীপক সিংহলকে বহিষ্কার করে, মাত্র ২মাস কাজ করার পরেই ৷ এই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন শিবপাল যাদব ৷ সমাজবাদী পার্টির প্রধান নেতৃত্ব থেকে অখিলেশ যাদব সরে আসেন ৷ পার্টির সভাপতিত্বের দায়িত্ব নেন শিবপাল যাদব ৷ এর আগে পার্টি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন শিবপাল যাদব ৷ মুলায়ম সিং জানিয়েছিলেন, শিবপালের পদত্যাগ আটকানোর জন্যই এই সিদ্ধান্ত ৷
advertisement
advertisement
১৪ সেপ্টেম্বর: রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে রাজনীতি নিয়ে যাদব পরিবারে অশান্তি ৷ কিন্তু উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সংবাদ মাধ্যমকে জানান, কোনও পারিবারিক ঝামেলা নেই ৷ যা হচ্ছে তা একেবারে সরকারি ৷ যদিও পরিবারের বাইরের লোকেরা সরকারের কাজে হস্তক্ষেপ করে, তাহলে তো বচসা হবেই !
১৫ সেপ্টেম্বর: মুলায়ম সিংয়ের আরেক ভাই রামগোপাল যাদব জানান, যিনি সমাজবাদী পার্টির জেনারেল সেক্রেটারি, তিনি বলেন পার্টির মধ্যে কোনওধরণের সঙ্কট নেই ৷ যে ছোটখাটো সমস্যা রয়েছে তা খুব সহজেই সমাধান করা যেতে পারে ৷
advertisement
১৫ সেপ্টেম্বর: অখিলেশ যাদব আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী ৷ সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়ালের কথায়, ‘যদি সরকারি কাজে বাইরের কোনও লোক হস্তক্ষেপ করে, তাহলে তাঁর থামা উচিত ৷’
১৫ সেপ্টেম্বর: শিবপাল সিং যাদব পদত্যাগ করেন উত্তর প্রদেশের মন্ত্রীসভা থেকে ৷ এমনকী, ছেড়ে দেন সমাজবাদী পার্টির সভাপতিত্বের পদও ৷
advertisement
১৭ সেপ্টেম্বর: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানান, তাঁর কাকা শিবপাল যাদব সমাজবাদী পার্টির সভাপতির পদে বলবৎ থাকতে পারেন ৷
১৮ সেপ্টেম্বর: জমি দখলের ঘটনায় শিবপাল যাদব নিজের ভাই রামগোপাল যাদব ও অন্য এক দলীয় নেতাকে তিরষ্কার করেন ৷
১৯ সেপ্টেম্বর: পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের সম্পর্কে অশোভন মন্তব্য করার জন্য অখিলেশ যাদবের অনুরাগী কয়েকজন নতুন প্রজন্মের দলীয় নেতাকে বহিষ্কার করেন শিবপাল৷
advertisement
২০ সেপ্টেম্বর : সমাজবাদী পার্টিতে প্রত্যাবর্তন ঘটেছে অমর সিং–এর। অনেকে বলছেন ফিরে এসেই যে মাস্টারস্ট্রোক দিয়েছেন তাতে দিশাহারা যাদব পরিবার। তাঁর প্রত্যাবর্তন মেনে নিতে পারছেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
৩ অক্টোবর: আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে কিছুটা দোটানা দেখা যায় অখিলেশ যাদবের কথায় ৷ তিনি জানান, ‘আমি পার্টির প্রার্থী তালিকা সম্পর্কে কোনওরকম খবরের কথা জানি না৷’
advertisement
১৪ অক্টোবর: মুলায়ম সিং যাদব অখিলেশ যাদবকে একহাত নেন ৷ প্রার্থী তালিকা নিয়ে স্পষ্টই তিনি জানান, ‘প্রার্থী তালিকা বা মন্ত্রীসভায় কী ঘটবে, সেটা অখিলেশরই জানা উচিত ৷ এই কাজ সংবাদ মাধ্যমের নয় ৷’
১৬ অক্টোবর : শিবপাল যাদব, মন্ত্রীসভার বৈঠকে, স্পষ্টই জানান, ২০১৭ সালের ভোট যদি সমাজবাদী পার্টি ক্ষমতায় আসে, তাহলে মুখ্যমন্ত্রী হোক অখিলেশ যাদবই !
১৭ অক্টোবর: আপত্তি থাকলেও, ২০১৭ নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে লড়াই করার জন্য নিজের ছেলে অখিলেশ যাদবকেই সঙ্গ দিতে শুরু করেন ৷
২১ অক্টোবর: নির্বাচনের প্ল্যানিংয়ের জন্য একট বিশেষ বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন শিবপাল যাদব৷ সেই বৈঠকে হাজির হন না মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷
২৩ অক্টোবর: ফের প্রকাশ্যে এল সমাজবাদী পার্টি অন্তর্দ্বন্দ্ব ৷ অখিলেশ ঘনিষ্ঠ উদয়বীর সিং নামে এক দলীয় বিধান পরিষদ সদস্যকে ৬ বছরের জন্য বরখাস্ত করল সপা ৷ দিন কয়েক আগেই দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে দলীয় সভাপতি অখিলেশ যাদবকে দলের জাতীয় সভাপতি করার আর্জি জানান এই উদয়বীর ৷ তাঁর এই প্রস্তাবকে শনিবার দলবিরোধী, শৃঙ্খলাবিরোধী ও অসম্মানজনক আখ্যা দিয়ে তাকে বহিষ্কার করে শীর্ষ নেতৃত্ব ৷
২৩ অক্টোবর: তবে অন্তর্দ্বন্দ্ব চলছেই ৷ একের পর এক মন্ত্রীকে করা হচ্ছে দল থেকে বহিষ্কার৷ শিবপাল যাদব সহ ৪ মন্ত্রীকে বহিষ্কার ৷ বহিষ্কৃত সাদাব ফতিমা,গায়ত্রী প্রজাপতি ৷ বহিষ্কৃত মদন চৌহান, নারদ রায় ৷ জয়া প্রদাকেও বহিষ্কার করলেন অখিলেশ ৷ চলচ্চিত্র বিকাশ পরিষদের প্রধান পদ থেকে বহিষ্কার ৷
২৩ অক্টোবর: সমাজবাদী পার্টির অন্তর্দ্বন্দ্ব চলছেই ৷ শনিবার অখিলেশ ঘনিষ্ঠ উদয়বীর সিং নামে এক দলীয় বিধান পরিষদ সদস্যকে ৬ বছরের জন্য বহিষ্কার করার পর, রবিবার মুলায়ম সিং যাদব পার্টি সদস্য রামগোপাল যাদবকে সমাজবাদী পার্টি থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করল ৷
২৩ অক্টোবর: সমাজবাদী পার্টির উত্তর প্রদেশের অধ্যক্ষ শিবাপাল যাদব সাংবাদিক বৈঠকে সরাসরি আক্রমণ করে বসেন রামগোপাল যাদবকে ৷ সাংবাদিক বৈঠকে শিবপাল বলেন, ‘রামগোপাল তিনবার পার্টি বিরোধী কাজ করেছেন ৷ বিজেপি-র এক বড় নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন রামগোপাল ৷ আসলে রামগোপাল বিজেপির এজেন্ট ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
গত তিনমাসে কী ঘটেছে সমাজবাদী পার্টির অন্দরে ? একনজরে দেখে নিন
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement